নিজস্ব প্রতিবেদক, বরিশাল
অবশেষে খুলে দেওয়া হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। ১৬ কোটি টাকায় নির্মিত চারতলা নতুন হলটিতে এক বছর ধরে অজুহাত দেখিয়ে ছাত্রীদের উঠতে দেয়নি কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার আজকের পত্রিকায় এ-সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিকেলেই নোটিশ সাঁটিয়ে হল খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
গতকাল আজকের পত্রিকায় এ-সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ায় ক্যাম্পাসে তোলপাড় ঘটে। ছাত্রীরাও আন্দোলনের প্রস্তুতি নেন। ওই দিনই নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকেলে প্রভোস্ট তাসনুভা হাবিব জিসান স্বাক্ষরিত এক নোটিশে হল খুলে দিয়ে সুযোগ পাওয়া ২৩২ ছাত্রীর নামের তালিকাও ঝুলিয়ে দেওয়া হয়। যদিও হলটিতে ডাবলিং করে প্রায় ৬০০ ছাত্রী থাকার সুযোগ রয়েছে।
এদিকে হঠাৎ হল খুলে দেওয়ার খবরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ব্যাপক উচ্ছ্বসিত। আজ বুধবার সকালে ববি ক্যাম্পাসের উত্তরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে গিয়ে দেখা যায়, ছাত্রীরা এরই মধ্যে হলে আসা শুরু করেছেন। অনেকে ভর্তি রসিদ কাটছেন। অনেকে আবার হলে মালামাল রেখে যাচ্ছেন। হলের সামনের রাস্তায় লাইটিং সচল করা হয়েছে। প্রভোস্ট, স্টাফ ও দারোয়ান হলের কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন। ছাত্রীনিবাসটির ২,৩ এ ৪ তলা পর্যন্ত ছাত্রীদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে। মিল চালুর জন্য চলছে ডাইনিং প্রস্তুত করার কাজ।
ওই হলের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্রী আনিকা তাবাসসুম আয়শা বলেন, ‘হলে সিটের অনেক প্রয়োজন ছিল। কোনো কারণ ছাড়াই প্রায় ৬০০ ছাত্রীকে হলে জায়গা দেওয়া হয়নি। তবে হল চালু হওয়ায় আমরা সন্তুষ্ট।’
নাম প্রকাশ না করার শর্তে কয়েক ছাত্রী বলেন, ‘হঠাৎ এভাবে হল খুলে দেবে, স্বপ্নেও ভাবিনি। হল খুলে দেওয়ায় খুবই ভালো লাগছে।’
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট তাসনুভা হাবিব জিসান আজকের পত্রিকাকে বলেন, ‘গতকালই হলটি খুলে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। মেয়েরা চাইলে এখন থেকে যেকোনো সময় হলে উঠতে পারবে। টাকা দিয়ে রসিদ কেটে যাচ্ছে তারা। মৌখিক পরীক্ষায় ২৩২ জনকে সুযোগ দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, আগামী ৫ নভেম্বর শেষ হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য মো. ছাদেকুল আরেফিনের চার বছরের মেয়াদ। শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীকে দিয়ে হলটি উদ্বোধনের আশায় নতুন এ ছাত্রীনিবাসটি খুলে দেননি তিনি। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকদের মধ্যে সমালোচনা চলছিল।
অবশেষে খুলে দেওয়া হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। ১৬ কোটি টাকায় নির্মিত চারতলা নতুন হলটিতে এক বছর ধরে অজুহাত দেখিয়ে ছাত্রীদের উঠতে দেয়নি কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার আজকের পত্রিকায় এ-সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিকেলেই নোটিশ সাঁটিয়ে হল খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
গতকাল আজকের পত্রিকায় এ-সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ায় ক্যাম্পাসে তোলপাড় ঘটে। ছাত্রীরাও আন্দোলনের প্রস্তুতি নেন। ওই দিনই নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকেলে প্রভোস্ট তাসনুভা হাবিব জিসান স্বাক্ষরিত এক নোটিশে হল খুলে দিয়ে সুযোগ পাওয়া ২৩২ ছাত্রীর নামের তালিকাও ঝুলিয়ে দেওয়া হয়। যদিও হলটিতে ডাবলিং করে প্রায় ৬০০ ছাত্রী থাকার সুযোগ রয়েছে।
এদিকে হঠাৎ হল খুলে দেওয়ার খবরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ব্যাপক উচ্ছ্বসিত। আজ বুধবার সকালে ববি ক্যাম্পাসের উত্তরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে গিয়ে দেখা যায়, ছাত্রীরা এরই মধ্যে হলে আসা শুরু করেছেন। অনেকে ভর্তি রসিদ কাটছেন। অনেকে আবার হলে মালামাল রেখে যাচ্ছেন। হলের সামনের রাস্তায় লাইটিং সচল করা হয়েছে। প্রভোস্ট, স্টাফ ও দারোয়ান হলের কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন। ছাত্রীনিবাসটির ২,৩ এ ৪ তলা পর্যন্ত ছাত্রীদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে। মিল চালুর জন্য চলছে ডাইনিং প্রস্তুত করার কাজ।
ওই হলের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্রী আনিকা তাবাসসুম আয়শা বলেন, ‘হলে সিটের অনেক প্রয়োজন ছিল। কোনো কারণ ছাড়াই প্রায় ৬০০ ছাত্রীকে হলে জায়গা দেওয়া হয়নি। তবে হল চালু হওয়ায় আমরা সন্তুষ্ট।’
নাম প্রকাশ না করার শর্তে কয়েক ছাত্রী বলেন, ‘হঠাৎ এভাবে হল খুলে দেবে, স্বপ্নেও ভাবিনি। হল খুলে দেওয়ায় খুবই ভালো লাগছে।’
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট তাসনুভা হাবিব জিসান আজকের পত্রিকাকে বলেন, ‘গতকালই হলটি খুলে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। মেয়েরা চাইলে এখন থেকে যেকোনো সময় হলে উঠতে পারবে। টাকা দিয়ে রসিদ কেটে যাচ্ছে তারা। মৌখিক পরীক্ষায় ২৩২ জনকে সুযোগ দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, আগামী ৫ নভেম্বর শেষ হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য মো. ছাদেকুল আরেফিনের চার বছরের মেয়াদ। শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীকে দিয়ে হলটি উদ্বোধনের আশায় নতুন এ ছাত্রীনিবাসটি খুলে দেননি তিনি। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকদের মধ্যে সমালোচনা চলছিল।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
১ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
১ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
১ ঘণ্টা আগে