বরগুনা প্রতিনিধি
প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ের দাবিতে ঢাকার উত্তরা থেকে আসা জামালপুরের তরুণী শিখা আক্তার মৌয়ের জামিন আবেদন গ্রহণ করেছেন আদালত। আজ সোমবার বরগুনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেছেন শিখা আক্তার মৌয়ের বড় ভাই মো. শিপন মিয়া। এসব তথ্য নিশ্চিত করেছেন মৌয়ের পক্ষের আইনজীবী এম মজিবুল হক কিসলু।
আইনজীবী এম মজিবুল হক কিসলু বলেন, ‘বরগুনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত–১ এ মৌয়ের জামিন আবেদন করেছিলাম। আদালতের বিজ্ঞ বিচারক মো. নাহিদ হোসেন আবেদনটি গ্রহণ করে আগামীকাল মঙ্গলবার আসামির উপস্থিতিতে জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেছেন।’
কিসলু আরও বলেন, ‘মৌয়ের বিরুদ্ধে যেসব ধারায় অভিযোগ আনা হয়েছে সবগুলোই জামিনযোগ্য। আমরা বিষয়টি আমি আদালতকে বোঝাতে সমর্থ হয়েছি। আদালত আমাদের আবেদন গ্রহণ করেছেন এবং শুনানির আদেশ দিয়েছেন। মঙ্গলবার শিখা আক্তার মৌকে আদালতে সশরীরে হাজির করে জামিন শুনানি হবে।’
বাদীপক্ষের আইনজীবী মো. সাইমুল ইসলাম রাব্বি বলেন, ‘জামিন শুনানিতে অংশ নিয়ে আমরা জামিনের আইনগত বিরোধিতা করব।’
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল জামালপুরের তরুণী ঢাকার উত্তরা থেকে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী বাজার সংলগ্ন কৃষি ব্যাংক কর্মকর্তা মো. মোশাররফ হোসেনের বাড়িতে আসেন। এ সময় তরুণী মৌ দাবি করেন, মোশাররফ হোসেনের ছেলে রাজধানীর উত্তরায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত মো. মাহমুদুল হাসানের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলার পর মাহমুদুল সম্প্রতি মৌয়ের সঙ্গে সম্পর্কের বিষয়টি অস্বীকার করে উত্তরা এবং গ্রামের বাড়িতে চলে যান। পরে শিখা আক্তার মৌ মাহমুদুল হাসানের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। এ সময় মাহমুদুল হাসানের পরিবারের কাউকে বাড়িতে না পেয়ে আত্মহত্যার হুমকি দেন মৌ। একপর্যায়ে যুবক মাহমুদুল হাসানের মামাকে জিম্মি করে স্থানীয়দের সহায়তায় বাসার তালা ভেঙে ঘরে প্রবেশ করে ওই তরুণী। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়। এ ঘটনায় মাহমুদুল হাসানের বাবা গত বৃহস্পতিবার বরগুনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ওই তরুণীকে আসামি করে মামলা করেন। ওই মামলায় গত শুক্রবার ভোরে তরুণী মৌকে আটক করে বেতাগী থানা–পুলিশ। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
আরও পড়ুন:
প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ের দাবিতে ঢাকার উত্তরা থেকে আসা জামালপুরের তরুণী শিখা আক্তার মৌয়ের জামিন আবেদন গ্রহণ করেছেন আদালত। আজ সোমবার বরগুনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেছেন শিখা আক্তার মৌয়ের বড় ভাই মো. শিপন মিয়া। এসব তথ্য নিশ্চিত করেছেন মৌয়ের পক্ষের আইনজীবী এম মজিবুল হক কিসলু।
আইনজীবী এম মজিবুল হক কিসলু বলেন, ‘বরগুনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত–১ এ মৌয়ের জামিন আবেদন করেছিলাম। আদালতের বিজ্ঞ বিচারক মো. নাহিদ হোসেন আবেদনটি গ্রহণ করে আগামীকাল মঙ্গলবার আসামির উপস্থিতিতে জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেছেন।’
কিসলু আরও বলেন, ‘মৌয়ের বিরুদ্ধে যেসব ধারায় অভিযোগ আনা হয়েছে সবগুলোই জামিনযোগ্য। আমরা বিষয়টি আমি আদালতকে বোঝাতে সমর্থ হয়েছি। আদালত আমাদের আবেদন গ্রহণ করেছেন এবং শুনানির আদেশ দিয়েছেন। মঙ্গলবার শিখা আক্তার মৌকে আদালতে সশরীরে হাজির করে জামিন শুনানি হবে।’
বাদীপক্ষের আইনজীবী মো. সাইমুল ইসলাম রাব্বি বলেন, ‘জামিন শুনানিতে অংশ নিয়ে আমরা জামিনের আইনগত বিরোধিতা করব।’
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল জামালপুরের তরুণী ঢাকার উত্তরা থেকে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী বাজার সংলগ্ন কৃষি ব্যাংক কর্মকর্তা মো. মোশাররফ হোসেনের বাড়িতে আসেন। এ সময় তরুণী মৌ দাবি করেন, মোশাররফ হোসেনের ছেলে রাজধানীর উত্তরায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত মো. মাহমুদুল হাসানের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলার পর মাহমুদুল সম্প্রতি মৌয়ের সঙ্গে সম্পর্কের বিষয়টি অস্বীকার করে উত্তরা এবং গ্রামের বাড়িতে চলে যান। পরে শিখা আক্তার মৌ মাহমুদুল হাসানের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। এ সময় মাহমুদুল হাসানের পরিবারের কাউকে বাড়িতে না পেয়ে আত্মহত্যার হুমকি দেন মৌ। একপর্যায়ে যুবক মাহমুদুল হাসানের মামাকে জিম্মি করে স্থানীয়দের সহায়তায় বাসার তালা ভেঙে ঘরে প্রবেশ করে ওই তরুণী। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়। এ ঘটনায় মাহমুদুল হাসানের বাবা গত বৃহস্পতিবার বরগুনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ওই তরুণীকে আসামি করে মামলা করেন। ওই মামলায় গত শুক্রবার ভোরে তরুণী মৌকে আটক করে বেতাগী থানা–পুলিশ। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
আরও পড়ুন:
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর এটিএম মাহমুদুল হাসান বলেন, `আজ সকাল ১০ টায় দ্বিতীয় দিনের মতো নিখোঁজ ছাত্রীর মরদেহ উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। আশপাশের তিনটি নদীতে তল্লাশি চলছিল। দুপুর দেড়টার দিকে ত্রিমোহনী ব্রিজের ৫০০ মিটার দূরে সুতিয়া নদী থেকে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
১ মিনিট আগেময়মনসিংহের ত্রিশালে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তার মরদেহ কালিরবাজার রেললাইনের পাশ থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
২৬ মিনিট আগেফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং সাতজন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কানাইপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে প্রাথমিকভাবে দুজনের পরিচয় মিলেছে। নাম রঞ্জিত কুমার ও আতিয়ার রহমান।
৩৪ মিনিট আগেআজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মাহফুজা খাতুন মারা যান বলে জানিয়েছেন হাসপাতালটির আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
৩৯ মিনিট আগে