Ajker Patrika

সহিংসতার অভিযোগে বাউফল পৌর বিএনপির সভাপতিকে অব্যাহতি

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১৩: ৪৮
সহিংসতার অভিযোগে বাউফল পৌর বিএনপির সভাপতিকে অব্যাহতি

পটুয়াখালীর বাউফল পৌর বিএনপির সভাপতি ও পৌর কাউন্সিলর হুমায়ুন কবির ওরফে নাইয়া কবিরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে জেলা বিএনপির সভাপতি আবদুর রশিদ চুন্নু মিয়া ও সাধারণ সম্পাদক স্নেহাংশু সরকার কুট্টি স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

উপজেলা বিএনপি সূত্র জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাট ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি এমরান হোসেন সোহেলের ওপর হামলা, তাঁর বাড়ি ভাঙচুর ও হুমকি-ধমকির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় হুমায়ুন কবিরের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে গত ৮ আগস্ট হুমায়ুন কবিরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব জেলা বিএনপির কাছে গ্রহণযোগ্য না হওয়ায় তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ বিষয়ে হুমায়ুন কবিরের ছেলে ও পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ইমামুজ্জামান অনিক দাবি করেন, ‘আমার বাবা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই।’

এ বিষয়ে বাউফল উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, ‘আমরা হুমায়ূন কবিরের অব্যাহতির চিঠি পেয়েছি। পৌর বিএনপির সিনিয়র সহসভাপতিকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত