Ajker Patrika

মির্জাগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

পটুয়াখালী ও মির্জাগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ জুন ২০২৪, ১৫: ৫২
মির্জাগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারণের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকেরা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দেউলী ইউনিয়ন বাজার মোড়ে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এ সময় তাঁর বিচারেরও দাবি করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন দেউলী পল্লী মঙ্গল উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান সভাপতি মনিরুজ্জামান খান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আইয়ুব আলী খান, অভিভাবক সদস্য জাকির হোসেন খান, মোতালেব মৃধা, বাবু শিকদার, প্রাক্তন শিক্ষার্থী আদনান হোসেন শাওন প্রমুখ।

এ সময় দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান সভাপতি মনিরুজ্জামান খান বলেন, ‘ঐতিহ্যবাহী এই মাধ্যমিক বিদ্যালয় ৫০ বছরের পুরোনো। কিন্তু বর্তমান প্রধান শিক্ষক আব্দুস সালাম এর সুনাম শেষ করে দিয়েছেন। তাঁর স্বেচ্ছাচারিতা ও অনিয়মের কারণে বিদ্যালয় আজ ধ্বংসের মুখে। সম্প্রতি বিদ্যালয়ের কাউকে না জানিয়ে গোপনে তিনি একটি কমিটি করেছেন। কমিটিতে জমিদাতাসহ স্থানীয় কাউকে রাখেননি। আমরা এর প্রতিবাদ জানাই।’

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আদনান হোসেন শাওন বলেন, ‘আব্দুস সালামের বিরুদ্ধে এসব অভিযোগ অনেক পুরোনো। তাঁর হাত থেকে বিদ্যালয়ের ছাত্রীরা পর্যন্ত রেহাই পাচ্ছে না। তিনি স্বেচ্ছাচারিতা, অনিয়মের পাশাপাশি শিক্ষার্থীদের হয়রানি করছেন। এসব বন্ধে আমরা প্রাক্তন শিক্ষার্থীরা তাঁর অপসারণের দাবি জানাই।’

মির্জাগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনএ ব্যাপারে জানতে দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত