Ajker Patrika

নৌকার প্রার্থীর প্রচারে বাধা দিচ্ছেন জেলা ছাত্রলীগের নেতা

তালতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০৩ জুন ২০২২, ১৮: ০০
Thumbnail image

বরগুনার তালতলীর সোনাকাটা ইউনিয়নে জেলা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

সোনাকাটা ও নিশানবাড়িয়া ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদত হোসেন এমন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেন সোনাকাটা ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী সুলতান ফরাজি। 

অভিযোগ সূত্রে জানা যায়, আগামী ১৫ জুন উপজেলার ছয়টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। এই নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সুলতান ফরাজী নৌকার প্রচার-প্রচারণা শুরু করেন। গত ১ জুন বড় আমখোলা এলাকায় নৌকার প্রচার করতে যান। সেখানে প্রতিপক্ষ আনারস প্রতীকের প্রার্থী ফরাজী ইউনুচের বেয়াইয়ের ছেলে জেলা ছাত্রলীগের সদস্য গোলাম রাব্বানী ডানিয়ালসহ ৪০-৫০ জন প্রচারে বাধা দেন। ছাত্রলীগের এই নেতা প্রচার-প্রচারণা না চালিয়ে তাঁদের চলে যেতে বলেন। শুধু তাই নয়, অস্ত্রের ভয় দেখিয়ে ঘরবাড়ি ছাড়া করার হুমকি দিচ্ছিলেন বলে জানা গেছে। ছাত্রলীগের এই নেতা বহিরাগতদের নিয়ে এলাকা দাপিয়ে বেড়াচ্ছেন। তিনি আনারস প্রতীকের প্রার্থী বিএনপি নেতার প্রচার-প্রচারণা চালাচ্ছেন। 

নৌকা প্রতীকের প্রার্থী সুলতান ফরাজী বলেন, ‘আমার প্রতিপক্ষ আনারস মার্কার প্রার্থী ইউনুস ফরাজী নির্বাচনের শুরু থেকেই বহিরাগতদের দিয়ে আমার কর্মীদের হুমকি দিয়ে আসছে। এই গোলাম রব্বানী ডানিয়েল ইউনুচ ফরাজীর বেয়াইয়ের ছেলে এবং তার বাসা বরগুনা সদরে। সে তার বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে আমার নির্বাচনে বাধা দিয়ে আসছে। এ বিষয়ে আমি রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।’ 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনারস প্রতীকের প্রার্থী ফরাজী মো. ইউনুস বলেন, ‘ছাত্রলীগের নেতা গোলাম রাব্বানী ডানিয়েল আমার বাসায় আছেন। তবে এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।’ 

সংগঠনের নেতা বিএনপির নেতার পক্ষে প্রচার-প্রচারণা চালানোর বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক বলেন, ‘নৌকা প্রতীকের প্রার্থী যদি আমাদের কাছে লিখিত অভিযোগ দেয়, তাহলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ 

সোনাকাটা ও নিশানবাড়িয়া রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‘এ বিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনও ও থানায় পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত