Ajker Patrika

সংবাদ প্রকাশের পর এমপি মহিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ

পটুয়াখালী প্রতিনিধি
সংবাদ প্রকাশের পর এমপি মহিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নিয়ে সংবাদ প্রকাশের পর পটুয়াখালী পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল সোমবার উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনকে প্রতিবেদন যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

এর আগে ৩ অক্টোবর ‘আচরণবিধি লঙ্ঘন করে জেলা পরিষদ নির্বাচনে ভোট চাইছেন এমপি মহিব’-শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর এমপির বিরুদ্ধে ব্যবস্থা এই নির্দেশনা দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে গত ৩ অক্টোবর’ জাতীয় দৈনিক ‘আজকের পত্রিকা’ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জেলা পরিষদ নির্বাচনে ভোট চাইছেন এমপি মহিব’-এ শিরোনামে রিপোর্ট প্রকাশিত হয়েছে। পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হলো। বিষয়টি অতীব জরুরি। 

এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব এর মোবাইলে একাধিকবার কল হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এ ব্যাপারে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিবেদন যাচাই বাচাই করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।’ 

উল্লেখ্য, গত (৩ অক্টোবর) সোমবার সকালে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ সমর্থিত আনারস প্রতীকের প্রার্থী খলিলুর রহমান মোহনকে সঙ্গে নিয়ে উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দদের কাছে ভোট চান এমপি মহিব। এর আগেও ১৭ সেপ্টেম্বর নির্বাচনের প্রতীক বরাদ্দের আগেই কুয়াকাটায় অনুষ্ঠিত একটি নির্বাচনী প্রচারণায় এমপি মহিব অংশ নেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত