Ajker Patrika

ভোলায় নদীতে পড়ে নিখোঁজ শিশুর মৃতদেহ দুই দিন পর উদ্ধার

ভোলা প্রতিনিধি
ভোলায় নদীতে পড়ে নিখোঁজ শিশুর মৃতদেহ দুই দিন পর উদ্ধার

ভোলার তজুমদ্দিন উপজেলার মলনচড়া ইউনিয়নের সেলিম বাজার এলাকায় মেঘনা নদীর তীর ভেঙে নদীতে পড়ে নিখোঁজ হয়েছিল ফামিয়া আক্তার (১০)। নিখোঁজ হওয়ার দুই দিন পর গতকাল বৃহস্পতিবার বিকেলে মেঘনা নদী থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ফামিয়া আক্তার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর জহিরউদ্দিন গ্রামের মো. আজগর আলী মাঝির মেয়ে। তাকে শনাক্তকরণের পর চর জহীরউদ্দিন পুলিশ ফাঁড়ির পুলিশ শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ সময় ২ নং সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু উপস্থিত ছিলেন।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক খবরের সত্যতা নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে তজুমদ্দিন উপজেলার মলনচড়া ইউনিয়নের সেলিম বাজার এলাকায় মেঘনা নদীর তীর ভেঙে পড়ে পানিতে ডুবে যায় মো. ফারুক মাঝি (৫৫) ও তার নাতনি ফামিয়া আক্তার (১০)। পরে মো. ফারুক তীরে উঠতে পারলেও নিখোঁজ ছিল ফামিয়া আক্তার।

মো. ফারুক মাঝি বলেন, ‘ঘরে রান্না করার কিছু না থাকায় ওই দিন নাতনিকে সঙ্গে নিয়ে জাল নিয়ে মাছ শিকারে নদীতে যাই। হঠাৎ তীর ভেঙে আমরা নদীতে পড়ে যাই। কয়েক মিনিট পর আমি তীরে উঠতে পারলেও নাতনি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত