Ajker Patrika

মনপুরায় ছাত্রদল নেতাকে হত্যা, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

ভোলা সংবাদদাতা
গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

ভোলার মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণকাজকে কেন্দ্র করে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ছাত্রদল নেতা মো. রাশেদ হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার গুলশান এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন মিঝি, মো. হালিম মিঝি ও মো. করিম মিঝি।

আজ বুধবার সকালে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গত ১৯ মার্চ জেলার বিচ্ছিন্ন ও দুর্গম উপজেলা মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নুর উদ্দিন মার্কেট এলাকার একটি নির্মাণাধীন বেড়িবাঁধ এলাকায় স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ওই দিন রাতে তাঁর মৃত্যু হয়।

ওই ঘটনায় নিহত ব্যক্তির ভাই ২০ মার্চ মনপুরা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত