দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনা উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌ পুলিশকে লগি-বইঠা নিয়ে ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করেছেন জেলেরা। গতকাল শনিবার বিকেল ৫টায় তেঁতুলিয়া নদীর তীরবর্তী ঢনঢনিয়া কেদির খালে এ ঘটনা ঘটে।
ইলিশের প্রজনন মৌসুম হিসেবে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর মাছ শিকার, আহরণ, পরিবহন, ক্রয়–বিক্রয় ও মজুত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী দশমিনা উপজেলায় তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদে উপজেলা মৎস্য অফিস ও নৌ পুলিশ ফাঁড়ি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গতকাল বিকেল ৫টায় তেঁতুলিয়া নদীর তীরবর্তী ঢনঢনিয়া কেদির খালে কয়েকজন জেলে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে মৎস্য কর্মকর্তা ও নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা নৌকা নিয়ে অভিযান চালান। এ সময় ওই এলাকার এক থেকে দেড় শ জেলে লগি–বইঠা নিয়ে তাঁদের ধাওয়া দেয় এবং তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। বাধ্য হয়ে মৎস্য কর্মকর্তা ও নৌ পুলিশ সদস্যরা ফিরে যান।
এ বিষয়ে মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ‘ঢনঢনিয়া খালে অভিযান পরিচালনার সময় ওই এলাকার মৎস্য ব্যবসায়ী রমিজ ও আল–আমিন মুন্সি এক থেকে দেড় শ লোক নিয়ে আমাদের কাজে বাধা দেয়। আমাদের পর্যাপ্ত জনবল না থাকায় ফিরে আসতে হয়।’
উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঢনঢনিয়া কানাই খালে কয়েকজন জেলে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে—এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করতে গিয়ে দেখি সাত–আটটি নৌকায় জাল রয়েছে। নৌকার কাছে গেলে ওই এলাকার জেলেরা লগি–বইঠা নিয়ে আমাদের ধাওয়া করে এবং ইটের খোয়া মারে। তখন আমরা চলে আসি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা মৎস্য কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি।’
ইউএনও নাফিসা নাজ নীরা বলেন, ‘ঘটনার বিষয় আমাকে উপজেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন। অবরোধ সময়ে কাউকে ছাড়া দেওয়া হবে না।’
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মাদ কামরুল ইসলাম বলেন, ‘উপজেলা মৎস্য কর্মকর্তা আমাকে ঘটনাটি জানিয়েছেন। আমি বিষয়টি দেখছি।’
পটুয়াখালীর দশমিনা উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌ পুলিশকে লগি-বইঠা নিয়ে ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করেছেন জেলেরা। গতকাল শনিবার বিকেল ৫টায় তেঁতুলিয়া নদীর তীরবর্তী ঢনঢনিয়া কেদির খালে এ ঘটনা ঘটে।
ইলিশের প্রজনন মৌসুম হিসেবে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর মাছ শিকার, আহরণ, পরিবহন, ক্রয়–বিক্রয় ও মজুত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী দশমিনা উপজেলায় তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদে উপজেলা মৎস্য অফিস ও নৌ পুলিশ ফাঁড়ি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গতকাল বিকেল ৫টায় তেঁতুলিয়া নদীর তীরবর্তী ঢনঢনিয়া কেদির খালে কয়েকজন জেলে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে মৎস্য কর্মকর্তা ও নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা নৌকা নিয়ে অভিযান চালান। এ সময় ওই এলাকার এক থেকে দেড় শ জেলে লগি–বইঠা নিয়ে তাঁদের ধাওয়া দেয় এবং তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। বাধ্য হয়ে মৎস্য কর্মকর্তা ও নৌ পুলিশ সদস্যরা ফিরে যান।
এ বিষয়ে মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ‘ঢনঢনিয়া খালে অভিযান পরিচালনার সময় ওই এলাকার মৎস্য ব্যবসায়ী রমিজ ও আল–আমিন মুন্সি এক থেকে দেড় শ লোক নিয়ে আমাদের কাজে বাধা দেয়। আমাদের পর্যাপ্ত জনবল না থাকায় ফিরে আসতে হয়।’
উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঢনঢনিয়া কানাই খালে কয়েকজন জেলে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে—এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করতে গিয়ে দেখি সাত–আটটি নৌকায় জাল রয়েছে। নৌকার কাছে গেলে ওই এলাকার জেলেরা লগি–বইঠা নিয়ে আমাদের ধাওয়া করে এবং ইটের খোয়া মারে। তখন আমরা চলে আসি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা মৎস্য কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি।’
ইউএনও নাফিসা নাজ নীরা বলেন, ‘ঘটনার বিষয় আমাকে উপজেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন। অবরোধ সময়ে কাউকে ছাড়া দেওয়া হবে না।’
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মাদ কামরুল ইসলাম বলেন, ‘উপজেলা মৎস্য কর্মকর্তা আমাকে ঘটনাটি জানিয়েছেন। আমি বিষয়টি দেখছি।’
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার পুলিশ রাতে টহলরত অবস্থায় অস্ত্রসহ চার ছিনতাইকারীকে আটক করেছে। শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে সাদুল্লাপুর পাগলার মাজারের কাছ থেকে তাঁদের আটক করা হয়।
১৬ মিনিট আগেসাংবাদিক দম্পতি হত্যা মামলায় সাগর-রুনির বাড়ির নিরাপত্তারক্ষী পলাশ রুদ্রকে আবারও জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার (২ মার্চ) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হকের আবেদনের পরিপ্রক্ষিতে আদালত এই নির্দেশ দেন।
২০ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা আটক হয়েছেন। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের পরীক্ষার হল থেকে তাঁদের আটক করা হয়।
২৯ মিনিট আগেরাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকা থেকে পাঁচ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার দুজন আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সদস্য বলে জানিয়েছে তারা
৩২ মিনিট আগে