মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন (৫৩) নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে কাজিরচর ইউনিয়নের হাওলাদার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ড. মো. ফরহাদ হোসেন মুলাদী উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের প্রয়াত মো. আব্দুল কাদেরের ছেলে। তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (বেসরকারি বিশ্ববিদ্যালয় ১ ও ২ ) উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে নন্দীরবাজার এলাকায় একটি ওয়াজ মাহফিলে যোগ দিতে মীরগঞ্জ ফেরিঘাট থেকে ইঞ্জিনচালিত যান মাহেন্দ্রতে রওনা দেন তিনি। কাজিরচর ইউনিয়নের হাওলাদার ব্রিজ এলাকায় গাড়িটি একটি প্রাণীকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এতে চালকসহ চার যাত্রী ছিটকে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ড. ফরহাদ হোসেনকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান জানান, অতিরিক্ত রক্তক্ষরণে ফরহাদ হোসেনের মৃত্যু হয়েছে।
ওয়াজ মাহফিল আয়োজক কমিটির সদস্য জয়নুল আবেদীন পারভেজ বলেন, ড. মো. ফরহাদ হোসেন মাহফিলের প্রধান অতিথি ছিলেন। আজ শুক্রবার সকালের দিকে তিনি ঢাকা থেকে এলাকার উদ্দেশে রওনা দিয়েছেন বলে মোবাইল ফোনে জানিয়েছেন। সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বরিশালের মুলাদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন (৫৩) নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে কাজিরচর ইউনিয়নের হাওলাদার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ড. মো. ফরহাদ হোসেন মুলাদী উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের প্রয়াত মো. আব্দুল কাদেরের ছেলে। তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (বেসরকারি বিশ্ববিদ্যালয় ১ ও ২ ) উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে নন্দীরবাজার এলাকায় একটি ওয়াজ মাহফিলে যোগ দিতে মীরগঞ্জ ফেরিঘাট থেকে ইঞ্জিনচালিত যান মাহেন্দ্রতে রওনা দেন তিনি। কাজিরচর ইউনিয়নের হাওলাদার ব্রিজ এলাকায় গাড়িটি একটি প্রাণীকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এতে চালকসহ চার যাত্রী ছিটকে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ড. ফরহাদ হোসেনকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান জানান, অতিরিক্ত রক্তক্ষরণে ফরহাদ হোসেনের মৃত্যু হয়েছে।
ওয়াজ মাহফিল আয়োজক কমিটির সদস্য জয়নুল আবেদীন পারভেজ বলেন, ড. মো. ফরহাদ হোসেন মাহফিলের প্রধান অতিথি ছিলেন। আজ শুক্রবার সকালের দিকে তিনি ঢাকা থেকে এলাকার উদ্দেশে রওনা দিয়েছেন বলে মোবাইল ফোনে জানিয়েছেন। সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সড়ক দুর্ঘটনার হটস্পটে পরিণত হয়েছে। জেলার সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া থেকে লৌহজং উপজেলার মাওয়া পর্যন্ত ১৯ কিলোমিটার পথে একের পর এক দুর্ঘটনায় বাড়ছে হতাহতের সংখ্যা। গত এক মাস ১০ দিনে এই এক্সপ্রেসওয়েতে ২৩টি দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত হন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।
৩২ মিনিট আগেমাদারীপুর শহরের বাসিন্দা আমেনা বেগম। বয়স প্রায় ৭০ বছর। বয়সের ভারে শরীরে বাসা বেঁধেছে নানা রোগ-ব্যাধি। এসেছে ক্লান্তি ভাব। কিন্তু এ বয়সেও বিশ্রাম নেই এই মায়ের। প্রতিবন্ধী মেয়ের সেবা করে দিনরাত পার করছেন তিনি।
১ ঘণ্টা আগেবরগুনার তালতলী উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখল করে এক ব্যক্তি বিরুদ্ধে মাছের ঘের করার অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন কাজ বন্ধের নির্দেশ দিলেও তা অমান্য করে রাতের আঁধারে মাটি কাটা হচ্ছে। নলবুনিয়ার শুভসন্ধ্যা সৈকত এলাকায় এই জমি দখল করা হয়।
১ ঘণ্টা আগেশরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর কাছে যাত্রাবিরতি করা শত শত বালুবহনকারী জাহাজ থেকে প্রতিদিন চাঁদাবাজির অভিযোগ উঠেছে। নদীর তীরে যাত্রাবিরতি করার সুযোগ করে দেওয়ার নামে প্রতিদিন সন্ধ্যা নামলেই এ চাঁদাবাজি শুরু হয়। একেকটি বালুবহনকারী জাহাজ থেকে ২০০-৫০০ টাকা পর্যন্ত চাঁদা তুলছে স্থানীয় একটি চক্র।
১ ঘণ্টা আগে