Ajker Patrika

লালমোহনে বাস-কাভার্ডভ্যান-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষ, আহত ৪ 

লালমোহন (ভোলা) প্রতিনিধি
Thumbnail image

ভোলার লালমোহনে বাস, কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার কালমা ইউনিয়নের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ফরাজী বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন অন্তত ৪ জন। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদের মধ্যে মো. রুবেল (৪২) ও তাঁর ছেলে মো. হাসানের (১০) অবস্থা আশঙ্কাজনক হলে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। তাদের বাড়ি বরিশালের চরবাড়িয়া এলাকায়। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোলা থেকে ছেড়ে আসছিল যাত্রীবাহী বাস ‘মায়ের দোয়া’। সকাল সাড়ে ৮টার দিকে ফরাজী বাজারের উত্তর পাশে আসলে একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে তার পেছনের অংশে লেগে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় ও গ্লাস ভেঙে যায়। এ সময় বিপরীত দিক থেকে ভোলার দিকে যাওয়া মোটরসাইকেলটি বাসের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। মোটরসাইকেলে থাকা একজন পুরুষ, এক নারী ও এক শিশুসহ মোটরসাইকেল চালক আহত হন। 

এ ব্যাপারে লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত