মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে লাউগাছের এক বোঁটায় ধরেছে ১৭টি লাউ। পৌর এলাকার তেরচর গ্রামের পশ্চিম বাজার লঞ্চঘাট এলাকার শহীদুল ইসলাম হাওলাদারের বাড়ির একটি লাউগাছে ব্যতিক্রমী এই ফলন হয়েছে। এগুলোর মধ্যে পাঁচটি লাউ ছোট থাকলেও বাকি ১১টি বেশ বড়।
লাউগাছটি উন্নত জাতের কি না, জানতে চাইলে শহীদুল ইসলাম জানান, বাজার থেকে কিনে আনা লাউয়ের একটি চারা থেকে অনেক জায়গাজুড়ে লতা ছড়িয়ে পড়ে এবং অন্যান্য বোঁটায় একটি করে ধরলেও একটি বোঁটায় ১৭টি লাউ ধরেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, জেনেটিক্যাল পরিবর্তনের কারণে এক বোঁটায় একাধিক লাউ ধরতে পারে। তবে এই লাউয়ের বীজ থেকে পরে এক বোঁটায় একাধিক লাউ ধরলে বীজগুলো সংরক্ষণ করা হবে।
শহীদুল ইসলাম জানান, চলতি মৌসুমে বাজার থেকে লাউয়ের চারা কিনে বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় রোপণ করেন। কয়েক দিনের মধ্যে লাউয়ের চারা বেশ মোটা হয় এবং দ্রুত ছড়াতে থাকে। কয়েক দিন আগে দেখা যায়, লাউয়ের এক বোঁটায় ‘আঙুর’-এর ছড়ার মতো লাউ ধরেছে। পরে ছিঁড়ে যাওয়ার আশঙ্কায় চালার সঙ্গে বেঁধে দিয়েছেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, কৃত্রিম পরাগায়নেও এক ফুলে একাধিক ডিম্বাণু নিষিক্ত হলে একাধিক লাউ ধরতে পারে। লাউয়ের মালিককে বীজ সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। ওই লাউবীজের চারা থেকে এক বোঁটায় একাধিক লাউ ধরলে বীজগুলো বাণিজ্যিকভাবে অন্য কৃষকদের মধ্যে বিতরণ করা হবে। এতে অল্প জায়গায় কৃষকেরা বেশি ফলন পেতে পারেন।
বরিশালের মুলাদীতে লাউগাছের এক বোঁটায় ধরেছে ১৭টি লাউ। পৌর এলাকার তেরচর গ্রামের পশ্চিম বাজার লঞ্চঘাট এলাকার শহীদুল ইসলাম হাওলাদারের বাড়ির একটি লাউগাছে ব্যতিক্রমী এই ফলন হয়েছে। এগুলোর মধ্যে পাঁচটি লাউ ছোট থাকলেও বাকি ১১টি বেশ বড়।
লাউগাছটি উন্নত জাতের কি না, জানতে চাইলে শহীদুল ইসলাম জানান, বাজার থেকে কিনে আনা লাউয়ের একটি চারা থেকে অনেক জায়গাজুড়ে লতা ছড়িয়ে পড়ে এবং অন্যান্য বোঁটায় একটি করে ধরলেও একটি বোঁটায় ১৭টি লাউ ধরেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, জেনেটিক্যাল পরিবর্তনের কারণে এক বোঁটায় একাধিক লাউ ধরতে পারে। তবে এই লাউয়ের বীজ থেকে পরে এক বোঁটায় একাধিক লাউ ধরলে বীজগুলো সংরক্ষণ করা হবে।
শহীদুল ইসলাম জানান, চলতি মৌসুমে বাজার থেকে লাউয়ের চারা কিনে বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় রোপণ করেন। কয়েক দিনের মধ্যে লাউয়ের চারা বেশ মোটা হয় এবং দ্রুত ছড়াতে থাকে। কয়েক দিন আগে দেখা যায়, লাউয়ের এক বোঁটায় ‘আঙুর’-এর ছড়ার মতো লাউ ধরেছে। পরে ছিঁড়ে যাওয়ার আশঙ্কায় চালার সঙ্গে বেঁধে দিয়েছেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, কৃত্রিম পরাগায়নেও এক ফুলে একাধিক ডিম্বাণু নিষিক্ত হলে একাধিক লাউ ধরতে পারে। লাউয়ের মালিককে বীজ সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। ওই লাউবীজের চারা থেকে এক বোঁটায় একাধিক লাউ ধরলে বীজগুলো বাণিজ্যিকভাবে অন্য কৃষকদের মধ্যে বিতরণ করা হবে। এতে অল্প জায়গায় কৃষকেরা বেশি ফলন পেতে পারেন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন চাকার যান টমটম পার্কিং নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধুর সঙ্গে উপজেলার পশ্চিম ভাড়াউড়া গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।
৩৩ মিনিট আগেলক্ষাধিক মুসল্লি নিয়ে দেশের সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানের ঈদুল ফিতরের নামাজ সম্পন্ন হয়েছে। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে মুসলিম উম্মার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
৪৪ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত সুমাইয়া আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আজ সোমবার সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডে সুমাইয়ার বাসায় উপস্থিত হন মাহফুজ আলম।
২ ঘণ্টা আগেটাঙ্গাইলে ঈদগাহ মাঠে সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। ঈদের দিন আজ সোমবার টাঙ্গাইল সদর উপজেলার বড় বাসালিয়া ঈদগাহ মাঠে ভোর ৫টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। গতকাল রোববার জেলা প্রশাসক কার্যালয় এই নির্দেশ জারি করে।
২ ঘণ্টা আগে