Ajker Patrika

চাঁদাবাজির রাজনীতি যারা করতে চায়, হাসিনার মতো হবে তাদের বিদায়: নাহিদ ইসলাম

ঝালকাঠি প্রতিনিধি  
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ২১: ১১
পথসভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম।  ছবি: আজকের পত্রিকা
পথসভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। যারা দখল, চাঁদাবাজি, ছিনতাই ও কমিশনের রাজনীতি করতে চায়, দেশের মানুষ যেভাবে শেখ হাসিনাকে বিদায় করেছে, সেভাবে তাদেরও বিদায় করবে।’

আজ রোববার (১৩ জুলাই) বিকেলে ঝালকাঠি শহরের কাপুড়িয়াপট্টিতে এনসিপির পথসভায় নাহিদ ইসলাম এ কথা বলেন।

পিরোজপুরের কর্মসূচির পর এনসিপির কেন্দ্রীয় নেতারা রাজাপুরে মধ্যাহ্নভোজ শেষে ঝালকাঠি আসেন। তাঁরা প্রথমে নেছারাবাদ এনএস কামিল মাদ্রাসা পরিদর্শন ও কায়েদ সাহেব হুজুরের কবর জিয়ারত করেন। পরে এনসিপি নেতারা কাপড়িয়াপট্টি এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন।

ঝালকাঠিতে পথসভায় মানুষে ঢল। ছবি: আজকের পত্রিকা
ঝালকাঠিতে পথসভায় মানুষে ঢল। ছবি: আজকের পত্রিকা

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, ‘আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র, চাঁদাবাজি, গুম ও খুনের রাজনীতি বন্ধ করতেই আমরা মাঠে নেমেছি। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সংস্কার এনে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।’

নাহিদ আরও বলেন, ‘একটি সফল গণ-অভ্যুত্থানের পরও যেন আমরা পুরোনো দখলদার, গুম-খুনের রাজনীতিতে ফিরে না যাই। ইদানীং রাজনীতিতে নতুন করে একটি ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে, যা জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী। আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘বাংলাদেশের ছাত্র-জনতা রক্ত দিয়েছে, এখনো রাজপথে নামতে প্রস্তুত। তবে আমরা চাই না রাজপথই হোক একমাত্র সমাধান। মতপার্থক্য ও প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হবে—এটাই আমাদের প্রত্যাশা। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয়।’

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা আখতার হোসেন, সামান্তা শারমিন, মাহমুদা মিতু, মশিউর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার আসামি দুই ভাই নেত্রকোনায় গ্রেপ্তার

‘নৌকা আউট, শাপলা ইন’, সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির চাওয়া

পারটেক্স এমডি রুবেল আজিজের ১১৬ কোটি টাকার সম্পত্তি নিলামে তুলছে ব্যাংক এশিয়া

যশোরে কেন্দ্রের ভুলে বিজ্ঞানের ৪৮ জন ফেল, সংশোধনে জিপিএ-৫ পেল সবাই

জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত