Ajker Patrika

ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও: উপজেলা কমিটি বিলুপ্ত

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১৮: ৪৯
Thumbnail image

বরগুনার তালতলীতে ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

এর আগে শুক্রবার তালতলী উপজেলা ছাত্রলীগের সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠুর সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এক মিনিট চার সেকেন্ডের ভিডিওটিতে মিঠুকে ওই নারীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাতে দেখা যায়। 

এ নিয়ে আজকের পত্রিকার অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশ হয়। এরপরই উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। যদিও বিজ্ঞপ্তিতে মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মিনহাজুল আবেদীন মিঠুর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি। 

বরগুনা জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল কবির রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়েছে। তবে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের নারীর সঙ্গে ভিডিও ভাইরালের বিষয়টি এড়িয়ে যান তিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত