Ajker Patrika

পুলিশের কাছ থেকে ছাত্রদল নেতাকে ছিনতাই, আটক ২

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়া থানা। ছবি: সংগৃহীত
পিরোজপুরের ভান্ডারিয়া থানা। ছবি: সংগৃহীত

পিরোজপুরের ভান্ডারিয়ায় পুলিশের কাছ থেকে জেলা ছাত্রদলের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে। আজ শুক্রবার সকালে উপজেলার মঞ্জু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া যুবকের নাম কবির জমাদ্দার (২৮)। তিনি পিরোজপুর জেলা ছাত্রদলের কার্যনির্বাহী কমিটির সদস্য।

এ ঘটনার পরপরই পুলিশ দুজনকে আটক করেছে। তাঁরা হলেন নাছির ও নজরুল ইসলাম। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার মেদিরাবাদে উত্তর শিয়ালকাঠি গ্রামের নাছির হাওলাদার নামের এক ব্যক্তির নেতৃত্বে বিরোধীয় জমি থেকে গাছ কাটা হচ্ছিল। এ ঘটনায় মোরশেদা আক্তার নামের এক নারী জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানান। খবর পেয়ে ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মানিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নাছিরকে গাছ কাটতে নিষেধ করে। কিন্তু কথা না শুনে গাছ কাটার কারণে পুলিশ নাছিরকে আটকের চেষ্টা করে। এ সময় ছাত্রদল নেতা কবির জমাদ্দারের সহায়তায় নাছির ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে পুলিশ কবিরকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পথে উপজেলার মঞ্জু মার্কেটের সামনে তাঁর ছোট ভাই ভান্ডারিয়া উপজেলা শ্রমিক দলের সহসভাপতি নজরুল ইসলাম লোকজন নিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করেন। তাঁরা আটক ব্যক্তিকে ছিনিয়ে নেন। এরপর থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে নাছির ও নজরুলকে আটক করে থানায় নেয়।

ভান্ডারিয়া থানার ওসি আহমেদ আনওয়ার জানান, আটক ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

বাংলাদেশের সোনালি মুরগিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

প্রেক্ষাপটবিহীন প্রতিবেদন কি সাংবাদিকতা হতে পারে?

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত