Ajker Patrika

নেছারাবাদে ইউপি চেয়ারম্যানের হামলায় সাবেক চেয়ারম্যানের মৃত্যুর অভিযোগ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
নেছারাবাদে ইউপি চেয়ারম্যানের হামলায় সাবেক চেয়ারম্যানের মৃত্যুর অভিযোগ

পিরোজপুরের নেছারাবাদে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারের (৫০) মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার কুড়িয়ানা বাজারে তাঁর মৃত্যু হয়।

এদিকে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যুর ঘটনায় কুড়িয়ানা বাজারে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন  করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারের ছোট ভাই শংকর কুমার সিকদার অভিযোগ করে বলেন, ‘কুড়িয়ানার একটি প্রাইমারি স্কুলে ক্রীড়ানুষ্ঠানের দাওয়াত কার্ডে বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদারের নাম লেখা হয়নি। এ কারণে ক্ষিপ্ত হয়ে তিনিসহ তাঁর লোকজন কুড়িয়ানা বাজারে তাঁর ভাইকে নির্মমভাবে পিটিয়েছে। তাতে তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে।’

ঘটনার প্রত্যক্ষদর্শী গোকুল হালদার বলেন, ‘ওই ইউনিয়নের কয়েকটি স্কুল কমিটির নির্বাচন হয়েছে। নির্বাচনে মিঠুন চেয়ারম্যান বা তাঁর কোনো অনুগত লোক নির্বাচিত হয়নি। আজ সকালে সাবেক ইউপি চেয়ারম্যান শেখর সিকদার কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে যাওয়ার পথে বাজারে চা খাচ্ছিলেন। এ সময় ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার, তাঁর অনুগত শংকর হালদার, মণি হালদার, পঙ্কজ, সন্তোষ শেখরের ওপর হামলা চালায়। তাদের ইটের আঘাতে শেখর মাটিতে লুটিয়ে পড়েন।’

তবে বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার দাবি করেন, ‘শেখর কুমার সিকদারের কাছে ৫ লাখ টাকা পাই। আজ মঙ্গলবার সকালে কুড়িয়ানা বাজারে বসে সেই টাকা চাইছিলাম। তাতে একটু কথা-কাটাকাটি হয়েছিল। শেখর কুমার উত্তেজিত হয়ে হয়তো অন্য কোনো কারণে মারা যেতে পারেন।’

নেছারাবাদ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মো. শাহিন আহমেদ বলেন, ‘হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর কোনো কার্ডিয়াক সমস্যা পাওয়া যায়নি, হাতে একটু আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

এ বিষয়ে জানতে চাইলে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শুনেছি প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত