Ajker Patrika

৩৭ বছর পলাতক থেকে অবশেষে গ্রেপ্তার দিনমজুর হাকিম 

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ২১: ৪৭
Thumbnail image

পিরোজপুরের ইন্দুরকানীতে ৩৭ বছর ধরে পলাতক সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার তথ্যপ্রযুক্তি ব্যবহার করে খুলনার রূপসা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার আব্দুল হাকিম মাতুব্বর (৭০) পেশায় একজন দিনমজুর। তিনি ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া গ্রামের মৃত সোহরাফ মাতুব্বরের ছেলে। 

পুলিশ জানায়, ১৯৮৭ সালে উপজেলার বালিপাড়া এলাকায় এক নারীকে অবৈধ গর্ভপাত ও হত্যার চেষ্টায় আব্দুল হাকিম মাতুব্বরের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় একটি মামলা হয়। পরে ২০০৪ সালে ওই মামলায় পিরোজপুর দায়রা জজ আদালত তাঁকে ৯ বছরের কারাদণ্ড প্রদান করেন। মামলার পর থেকে আসামি আব্দুল হাকিম মাতুব্বর ৩৭ বছর ধরে পলিয়ে খুলনার রূপসা এলাকায় শ্রমিকের কাজ করতেন। সেখানে তিনি একটি বিয়ে করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। 

ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ‘এক নারীকে অবৈধ গর্ভপাত ও হত্যাচেষ্টা মামলায় ৩৭ বছর পলাতক থাকা ৯ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল হাকিম মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন তিনি ছদ্মবেশে খুলনার রূপসা এলাকায় ছিলেন। তাঁকে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত