Ajker Patrika

রাজধানীতে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, আটক ৫

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগের কালুনগর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে রওশন আরা (৬০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ওই বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত রওশন আরার মেয়ে রুনা আক্তার বলেন, হাজারীবাগের কালুনগর বেড়িবাঁধ এলাকায় তাদের বাড়ি। দুই বছর আগে তাঁর স্বামী সাব-ইন্সপেক্টর আমিনুর রহমান ও সাবেক বিজিবি সদস্য আব্দুর রশীদের সঙ্গে শেয়ারে কালুনগরে সাড়ে ১৮ শতাংশ জমি কেনেন। কিছুদিন পর থেকে রশীদ তাদের জমিও দখল করতে চান। এসব বিষয় নিয়ে বেশ কয়েক দিন ধরে ঝামেলা চলছিল।

তিনি আরও বলেন, ‘গত রাতে আমি ও আমার স্বামী বাইরে ছিলাম ৷ রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে রশীদের নেতৃত্বে ৫ থেকে ৬ জন লোক আমাদের ঘরে ঢুকে আমার মা রওশন আরা (৬০), ভাই লিটন (৪০) ও আমার ছেলে রোহানকে (১০) রড ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। পরে তাদের তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে আমার মা মারা যান। আমার ভাই লিটন ও আমার ছেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’

এ বিষয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সাবেক বিজিবি সদস্য ও পুলিশের এসআই আমিনুর রহমানের সঙ্গে জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা আছে। গতরাতে কয়েকজন মিলে আমিনুরের বাসায় হামলা করে। এতে রওশন আরা নামে এক নারী মারা যান।

ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। এ ঘটনায় মামলার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত