Ajker Patrika

ক্রাচে ভর করে ইভিএমে ভোট দিতে সবার আগে কেন্দ্রে বাবুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্রাচে ভর করে ইভিএমে ভোট দিতে সবার আগে কেন্দ্রে বাবুল

বরিশাল সিটি নির্বাচনে ভোপ গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে কেন্দ্রে আসছেন ভোটারেরা। লাইনে থাকা ভোটাররা সুন্দরভাবে ভোট দিয়ে বাড়ি ফেরার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

একটি পা অচল। চলার সঙ্গী দুইটি ক্রাচ। স্বাভাবিকভাবে হাটতে তাঁর কষ্টই হয়। তবুও সবার আগে ভোট কেন্দ্রে এসেছেন নিজের নাগরিক অধিকার প্রয়োগ করতে। ইভিএমে প্রথম ভোট দেবেন তাই তার মধ্যে এক অন্যরকম উদ্দীপনা কাজ করছে ৷ তবে কোনো দুশ্চিন্তা নেই ৫৫ বছর বয়সী মো. বাবুল পাটোয়ারির।

রূপাতলী হাউজিং আব্দুর রব সেরনিয়াবাত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল আটটায় ভোটের লাইনে দাঁড়িয়েই বাবুল পাটোয়ারি কথা বলেন আজকের পত্রিকার সঙ্গে। নগরীর ২৪ নাম্বার ওয়ার্ডের খেয়া ঘাট এলাকার এই বাসিন্দা জানালেন, প্রত্যেকটি ভোটে তিনি সবার আগে কেন্দ্রে এসে ভোট দিয়ে থাকেন। এটা করতে তাঁর ভালো লাগে।

ইভিএমে প্রথম ভোট দিচ্ছেন কোনো ভীতি কাজ করছে কী না—এমন প্রশ্নের জবাবে বাবুল মিয়া বলেন, ‘এটা তো নতুন পদ্ধতি ৷ তবে ভয় নেই ৷ ভোট দিতে ভেতরে ঢুকি তারপর বাকিটা বোঝা যাবে।’

এই কেন্দ্রে ঠিক আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এর আগে থেকেই অন্তত একশত ভোটার এসে এখানে ভোটাধিকার প্রয়োগের জন্য লাইনে দাঁড়িয়েছেন। 

বরিশাল সিটি নির্বাচনে ১২৬টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ চলছে। সুষ্ঠু ও নিরাপদ ভোট করতে শহরের ভোট কেন্দ্রগুলোতে বসানো হয়েছে ১ হাজার ১০০ সিসি ক্যামেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত