নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ঝালকাঠির রাজাপুরে গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে আজ শনিবার সকালে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী গ্রামে গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ হলেন নাসরিন আক্তার (২৩) ও তাঁর গ্রেপ্তার স্বামী হলেন বড় কৈবর্তখালী গ্রামের মো. রফিকুল ইসলাম। নিহতের বাবা হলেন রাজাপুর উপজেলার গালুয়া দুর্গাপুরের মো. নাসির খান।
লাশ উদ্ধার ও গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) পলাশ।
এসআই পলাশ বলেন, ‘পারিবারিক কলহের কারণে রফিক প্রায়ই নাসরিনকে মারধর করতেন। এই ঘটনায় নাসরিনের বাবার দায়ের করা মামলায় রফিকুলকে গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে নাসরিনের লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।’
মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালে পারিবারিকভাবে মো. রফিকুল ইসলামের সঙ্গে নাসরিনের বিয়ে হয়। তাঁদের সংসারে চার বছরের ছেলে-সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই রফিকুল বিভিন্ন মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এতে তাঁদের মধ্যে ঝগড়া লেগে থাকত।
গতকাল রাতে গৃহবধূর লাশ উদ্ধারের পর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী রফিকুল ইসলামকে ওই রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ। গৃহবধূর বাবা মো. নাসির খান বাদী হয়ে জামাতার নামে রাজাপুর থানায় মামলা দায়ের করেন বলে জানায় পুলিশ।
ঝালকাঠির রাজাপুরে গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে আজ শনিবার সকালে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী গ্রামে গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ হলেন নাসরিন আক্তার (২৩) ও তাঁর গ্রেপ্তার স্বামী হলেন বড় কৈবর্তখালী গ্রামের মো. রফিকুল ইসলাম। নিহতের বাবা হলেন রাজাপুর উপজেলার গালুয়া দুর্গাপুরের মো. নাসির খান।
লাশ উদ্ধার ও গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) পলাশ।
এসআই পলাশ বলেন, ‘পারিবারিক কলহের কারণে রফিক প্রায়ই নাসরিনকে মারধর করতেন। এই ঘটনায় নাসরিনের বাবার দায়ের করা মামলায় রফিকুলকে গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে নাসরিনের লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।’
মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালে পারিবারিকভাবে মো. রফিকুল ইসলামের সঙ্গে নাসরিনের বিয়ে হয়। তাঁদের সংসারে চার বছরের ছেলে-সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই রফিকুল বিভিন্ন মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এতে তাঁদের মধ্যে ঝগড়া লেগে থাকত।
গতকাল রাতে গৃহবধূর লাশ উদ্ধারের পর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী রফিকুল ইসলামকে ওই রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ। গৃহবধূর বাবা মো. নাসির খান বাদী হয়ে জামাতার নামে রাজাপুর থানায় মামলা দায়ের করেন বলে জানায় পুলিশ।
কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নে বসতবাড়ির পাশের একটি কৃষি জমি থেকে নবম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ইউনিয়নের কাগজিপাড়া গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত কিশোরীর নাম জান্নাতি (১৫)। সে কাগজিপাড়া গ্রামের কৃষক জাহিদুল হকের মেয়ে। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে...
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন মাস্টারবাড়ি এলাকায় কলেজছাত্র হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে দীর্ঘ যানজটে যাত্রী...
১ ঘণ্টা আগেকুড়িগ্রামের উলিপুরে গ্রাম্য সালিসে এক নারীর চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। গত ৬ মে উপজেলার তবকপুর ইউনিয়নের উত্তর সাদুল্যা রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল বিষয়টি এলাকায় জানাজানি হয়। স্থানীয় একাধিক নিরপেক্ষ সূত্র সালিস বৈঠক ও তাতে নারীর চুল কেটে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ওই নারীর অভিযোগ, তাকে...
২ ঘণ্টা আগেচাঁদপুরের ফরিদগঞ্জে এক পুলিশ কর্মকর্তার ভাড়া বাসা থেকে সরকারি একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরি হয়েছে। এ ঘটনায় চোরের সন্ধান দিতে পারলে তাকে ৫০ হাজার ও ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম। আজ রোববার...
২ ঘণ্টা আগে