Ajker Patrika

বরিশালে আইএইচটির হোস্টেলে ছাত্রীদের মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে আইএইচটির হোস্টেলে ছাত্রীদের মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে 

আন্দোলন দমাতে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আজ মঙ্গলবার ইনস্টিটিউটের হোস্টেল থেকে মৌ আক্তার নামে অসুস্থ এক ছাত্রীকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট হোস্টেলের সুপার ডা. শামীমা আক্তার হামলার বলেন, ‘অসুস্থ ছাত্রীকে মারধর করা হয়নি। না খেয়ে আন্দোলন করার কারণে অসুস্থ হয়ে পড়েছে ওই ছাত্রী। অন্যরা সবাই নিরাপদে আছে।’

এর আগে গতকাল সোমবার মধ্যরাত থেকে ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. সানজিদা শহীদের পদত্যাগ ও হয়রানি বন্ধের দাবিতে আন্দোলন শুরু করে ছাত্রীরা। উদ্ভূত পরিস্থিতিতে আজ (মঙ্গলবার) সকালে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ। পরে ছাত্রীদের সঙ্গে আলোচনা করে ওই শিক্ষককে অন্যত্র বদলির সুপারিশসহ মারধরের ঘটনা তদন্তে কমিটি গঠন করে অধ্যক্ষ একটি চিঠি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠান।

হয়রানি বন্ধের দাবিতে বরিশাল আইএইচটি শিক্ষার্থীদের অবস্থান।এ বিষয়ে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) অধ্যক্ষ ডা. মানষ কৃষ্ণ কুন্ডু আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনরত ছাত্রীদের দাবির প্রেক্ষিতে তারা মহাপরিচালক বরাবর ডা. সানজিদা শহীদ নামে ওই শিক্ষককে বদলির জন্য চিঠি দিয়েছেন। এ ছাড়া ছাত্রী হলে কে বা কারা হামলা করেছে-এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ছাত্রীদের অভিযোগ, ক্যাম্পাসে বোরকা পরার কারণে কয়েকজন ছাত্রীকে কটূক্তি করেন শিক্ষিকা ডা. সানজিদা। যারা বোরকা পরিধান করে আসে তাদের চিহ্নিত করার জন্য তিনি তালিকা তৈরি করেন। এভাবে ছাত্রীদের হয়রানি করা হয় বলে অভিযোগ ছাত্রীদের।

তারা আরও জানান, আন্দোলন চলাকালে কয়েকজন ছাত্রীর সঙ্গে ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ আহ্বায়ক আবু ইউসুফ ইফতির সঙ্গে কথা কথা-কাটাকাটি হয়। এ সময় ছাত্রলীগ নেতা ইফতি শিক্ষার্থীদের ওপর চড়াও হন। এ ঘটনার পর হোস্টেলে আন্দোলনরত ছাত্রীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতা কর্মীরা। পরে হল সুপার ও পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় এক ছাত্রীকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। অন্যদিকে ছাত্রলীগ আহ্বায়ক আবু ইউসুফ ইফতি হামলার ঘটনা অস্বীকার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

ভারতে এক বছরের শিশুর কামড়ে প্রাণ হারাল বিষধর গোখরা

দুই বন্ধুর বিচ্ছেদই কি আগুন জ্বালাল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত