গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে যুবদলের কেন্দ্রীয় এক নেতা বসে চা পান করায় দুই দোকানে তালা ঝুলিয়ে দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। গতকাল শনিবার তালা দেওয়া হলেও আজ রোববার বিকেল পর্যন্ত দোকান দুটি খোলা হয়নি।
মাহিলাড়া বাজারের ব্যবসায়ীরা জানান, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. কামরুজ্জামান দুলাল ২৪ জুনের তারুণ্যের সমাবেশ সফল করতে গত শুক্রবার প্রস্তুতি সভায় যোগদান করতে বরিশালে আসেন। সভা শেষে ঢাকা ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গৌরনদীর মাহিলাড়া বাসস্ট্যান্ডে পৌঁছান।
এ সময় বাসস্ট্যান্ডসংলগ্ন নিজ বাড়িতে না গিয়ে নিকটাত্মীয় মাহিলাড়া বাজারের ব্যবসায়ী মো. জাকির হোসেনের কাঁচামালের আড়তে বসে চা পান করেন। ১০ মিনিট পর তিনি চলে যান। এ সময় পাশের দোকানের তাঁর এক বন্ধুর (প্রয়াত) ছোট ভাইকে ডেকে কুশল বিনিময় করেন।
মাহিলাড়া বাসস্ট্যান্ডের ব্যবসায়ী মো. জাকির হোসেন অভিযোগ করে বলেন, ‘আমাদের আত্মীয় কেন্দ্রীয় যুবদল নেতা মো. কামরুজ্জামান দুলাল বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে খোঁজখবর নিতে আমার আড়তে আসেন। এ কারণে গতকাল শনিবার সকালে গৌরনদীর মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর কবিরাজ (৬০) ও সহসভাপতি মো. জালাল সরদারের (৫৫) নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের কয়েকজন নেতা-কর্মী আমার দোকানে এসে কর্মচারীদের বের করে তালা ঝুলিয়ে দেন।’
মাহিলাড়া বাসস্ট্যান্ডের ধানবীজ ও কীটনাশক ব্যবসায়ী এবং মাহিলাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রহিম সরদার বলেন, ‘কামরুজ্জামান দুলাল ভাই আমার বড় ভাইয়ের বন্ধু। ভাই মারা যাওয়ার পর পরিবার সম্পর্কে খোঁজখবর নেন। আমি কেন আমার দোকান রেখে ভাইয়ের সঙ্গে কথা বললাম, এ জন্য মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ কয়েকজন এসে আমাকে গালাগাল করে দোকানে তালা দিয়ে দেন।’
রহিম সরদার আরও বলেন, ‘দুই দিনেও দোকান খুলতে না পারায় দোকানে থাকা ফল পচে যাচ্ছে। আওয়ামী লীগ নেতা আলমগীরের কাছে অনেক অনুরোধ করলেও দোকানের চাবি দেননি।’
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. কামরুজ্জামান দুলাল বলেন, ‘মাহিলাড়া আমার জন্মভূমি। ওখানে আমি লেখাপড়া করে মানুষ হয়েছি। তাই বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে আত্মীয়ের দোকানে বসে চা খেয়েছি। এই অপরাধে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই জুলুম থেকে সাধারণ মানুষকে বাঁচানো কিংবা দেখার কেউ নেই।’
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর কবিরাজ মোবাইল ফোনে বলেন, ‘তাদের দোকানে অবৈধ মালামাল রাখে এবং লোকজন জড়ো করে সমাজবিরোধী কাজ করে। এই অভিযোগে দোকান দুটি বন্ধ করা হয়েছে। আমি একা নই, আরও নেতারা মিলেই দোকান বন্ধ করা হয়েছে।’
অবৈধ মালামাল রাখা ও সমাজবিরোধী কাজ করার বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন কিনা জানতে চাইলে আলমগীর কবিরাজ ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ বিষয়ে জানতে চাইলে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালের গৌরনদীতে যুবদলের কেন্দ্রীয় এক নেতা বসে চা পান করায় দুই দোকানে তালা ঝুলিয়ে দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। গতকাল শনিবার তালা দেওয়া হলেও আজ রোববার বিকেল পর্যন্ত দোকান দুটি খোলা হয়নি।
মাহিলাড়া বাজারের ব্যবসায়ীরা জানান, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. কামরুজ্জামান দুলাল ২৪ জুনের তারুণ্যের সমাবেশ সফল করতে গত শুক্রবার প্রস্তুতি সভায় যোগদান করতে বরিশালে আসেন। সভা শেষে ঢাকা ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গৌরনদীর মাহিলাড়া বাসস্ট্যান্ডে পৌঁছান।
এ সময় বাসস্ট্যান্ডসংলগ্ন নিজ বাড়িতে না গিয়ে নিকটাত্মীয় মাহিলাড়া বাজারের ব্যবসায়ী মো. জাকির হোসেনের কাঁচামালের আড়তে বসে চা পান করেন। ১০ মিনিট পর তিনি চলে যান। এ সময় পাশের দোকানের তাঁর এক বন্ধুর (প্রয়াত) ছোট ভাইকে ডেকে কুশল বিনিময় করেন।
মাহিলাড়া বাসস্ট্যান্ডের ব্যবসায়ী মো. জাকির হোসেন অভিযোগ করে বলেন, ‘আমাদের আত্মীয় কেন্দ্রীয় যুবদল নেতা মো. কামরুজ্জামান দুলাল বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে খোঁজখবর নিতে আমার আড়তে আসেন। এ কারণে গতকাল শনিবার সকালে গৌরনদীর মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর কবিরাজ (৬০) ও সহসভাপতি মো. জালাল সরদারের (৫৫) নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের কয়েকজন নেতা-কর্মী আমার দোকানে এসে কর্মচারীদের বের করে তালা ঝুলিয়ে দেন।’
মাহিলাড়া বাসস্ট্যান্ডের ধানবীজ ও কীটনাশক ব্যবসায়ী এবং মাহিলাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রহিম সরদার বলেন, ‘কামরুজ্জামান দুলাল ভাই আমার বড় ভাইয়ের বন্ধু। ভাই মারা যাওয়ার পর পরিবার সম্পর্কে খোঁজখবর নেন। আমি কেন আমার দোকান রেখে ভাইয়ের সঙ্গে কথা বললাম, এ জন্য মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ কয়েকজন এসে আমাকে গালাগাল করে দোকানে তালা দিয়ে দেন।’
রহিম সরদার আরও বলেন, ‘দুই দিনেও দোকান খুলতে না পারায় দোকানে থাকা ফল পচে যাচ্ছে। আওয়ামী লীগ নেতা আলমগীরের কাছে অনেক অনুরোধ করলেও দোকানের চাবি দেননি।’
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. কামরুজ্জামান দুলাল বলেন, ‘মাহিলাড়া আমার জন্মভূমি। ওখানে আমি লেখাপড়া করে মানুষ হয়েছি। তাই বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে আত্মীয়ের দোকানে বসে চা খেয়েছি। এই অপরাধে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই জুলুম থেকে সাধারণ মানুষকে বাঁচানো কিংবা দেখার কেউ নেই।’
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর কবিরাজ মোবাইল ফোনে বলেন, ‘তাদের দোকানে অবৈধ মালামাল রাখে এবং লোকজন জড়ো করে সমাজবিরোধী কাজ করে। এই অভিযোগে দোকান দুটি বন্ধ করা হয়েছে। আমি একা নই, আরও নেতারা মিলেই দোকান বন্ধ করা হয়েছে।’
অবৈধ মালামাল রাখা ও সমাজবিরোধী কাজ করার বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন কিনা জানতে চাইলে আলমগীর কবিরাজ ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ বিষয়ে জানতে চাইলে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
১৩ মিনিট আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
১৭ মিনিট আগেপিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু করতে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু বিদ্যুতের সংযোগ এখনো দেওয়া হয়নি এবং বসেনি লিফট। এতে করে পুরোনো ভবনে ১০০ শয্যা নিয়ে চলছে সেবা কার্যক্রম। সেখানে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে ধারণক্ষমতার দ্বিগুণ। শয্যা না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে...
২২ মিনিট আগেবাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ। গত শতকের ষাটের দশকে তখনকার পূর্ববঙ্গে ভাস্কর্য শিল্পকে পরিচিত করে তোলার কাজটি শুরু করেছিলেন নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে। নিভৃতচারী এ শিল্পী একপর্যায়ে স্থায়ীভাবে পাড়ি জমান অন্যতম শিল্পতীর্থ ফ্রান্সে। নারী এই ভাস্করকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন...
২৬ মিনিট আগে