তালতলী (বরগুনা) প্রতিনিধি
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরগুনার তালতলীর সাতটি ইউনিয়নের বিভিন্ন স্থানে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। এতে দুই দিন ধরে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে আছে উপজেলার বেশির ভাগ এলাকা। গাছ ও বিদ্যুতের খুঁটি অপসারণ করতে কাজ শুরু করছে বিদ্যুৎ বিভাগ।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রবল বাতাসে গতকাল সোমবার উপজেলার আমতলী ও তালতলী সড়কে চাম্বলগাছ উপড়ে খুঁটি ভেঙে গেছে। এতে যোগাযোগ বন্ধ হয়ে গেছে আমতলী ও তালতলীগামী যান চলাচল। এ ছাড়া উপজেলার পাজরাভাঙ্গা ও বেহলা এলাকায় দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। তাই ওই এলাকাগুলোতে বিদ্যুতের সংযোগ বন্ধ রয়েছে। তবে ভেঙে যাওয়া গাছ ও খুঁটি অপসারণের কাজ চলছে। গত দুই দিন ধরে বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্কের ভোগান্তিতে রয়েছে মানুষ।
পটুয়াখালী পল্লী বিদ্যুতের তালতলী উপকেন্দ্রের ইনচার্জ রুহুল মোর্শেদ বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকায় সিত্রাংয়ের তাণ্ডবে গাছপালা ভেঙে বিদ্যুতের তারে পড়েছে। বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়েছে। এ জন্য এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তবে আমরা অস্থায়ীভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছি। গাছ ও বিদ্যুতের খুঁটি অপসারণ করে নতুনভাবে সরবরাহ করা হবে।’
এ নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সাদিক তানভীর বলেন, সিত্রাংয়ের তাণ্ডবে উপজেলার যেসব স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে, তার তালিকা সংগ্রহ চলছে। ক্ষতিগ্রস্তদের তালিকা পেলে খুব শিগগিরই জানানো হবে। এ ছাড়া যেসব স্থানে গাছ উপড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে, ওই গাছ অপসারণের কাজ চলছে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরগুনার তালতলীর সাতটি ইউনিয়নের বিভিন্ন স্থানে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। এতে দুই দিন ধরে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে আছে উপজেলার বেশির ভাগ এলাকা। গাছ ও বিদ্যুতের খুঁটি অপসারণ করতে কাজ শুরু করছে বিদ্যুৎ বিভাগ।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রবল বাতাসে গতকাল সোমবার উপজেলার আমতলী ও তালতলী সড়কে চাম্বলগাছ উপড়ে খুঁটি ভেঙে গেছে। এতে যোগাযোগ বন্ধ হয়ে গেছে আমতলী ও তালতলীগামী যান চলাচল। এ ছাড়া উপজেলার পাজরাভাঙ্গা ও বেহলা এলাকায় দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। তাই ওই এলাকাগুলোতে বিদ্যুতের সংযোগ বন্ধ রয়েছে। তবে ভেঙে যাওয়া গাছ ও খুঁটি অপসারণের কাজ চলছে। গত দুই দিন ধরে বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্কের ভোগান্তিতে রয়েছে মানুষ।
পটুয়াখালী পল্লী বিদ্যুতের তালতলী উপকেন্দ্রের ইনচার্জ রুহুল মোর্শেদ বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকায় সিত্রাংয়ের তাণ্ডবে গাছপালা ভেঙে বিদ্যুতের তারে পড়েছে। বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়েছে। এ জন্য এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তবে আমরা অস্থায়ীভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছি। গাছ ও বিদ্যুতের খুঁটি অপসারণ করে নতুনভাবে সরবরাহ করা হবে।’
এ নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সাদিক তানভীর বলেন, সিত্রাংয়ের তাণ্ডবে উপজেলার যেসব স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে, তার তালিকা সংগ্রহ চলছে। ক্ষতিগ্রস্তদের তালিকা পেলে খুব শিগগিরই জানানো হবে। এ ছাড়া যেসব স্থানে গাছ উপড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে, ওই গাছ অপসারণের কাজ চলছে।
মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১০ মিনিট আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
৩৬ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
৩৭ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
১ ঘণ্টা আগে