নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বাসের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের মামলার জেরে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। আজ শুক্রবার বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন মহাসড়ক এক ঘণ্টা ধরে অবরোধ করে রাখা হয়।
এদিকে অবরোধের কারণে বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দুই পাশে প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে বাসযাত্রীরা ভোগান্তিতে পড়েন। এ ছাড়া কাউন্টারের সামনেও যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। অবরোধের কারণে টার্মিনাল ও দূরদূরান্ত থেকে আসা সব ধরনের যানবাহন এক ঘণ্টার বেশি সময় ধরে চলাচল করতে পারেনি।
বরগুনা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে আসা যাত্রী রফিকুল আলম বলেন, ‘আমাদের বাস বরগুনা থেকে এসেছে, কিন্তু টার্মিনাল এলাকায় এসে অবরোধের কারণে আটকে পড়ে। এক ঘণ্টা হয়েছে এখানে আটকে আছি।’
সুজন চৌধুরী নামের আরেক যাত্রী বলেন, ‘এ ধরনের অবরোধ হলে সবচেয়ে বেশি কষ্ট আমাদের হয়। সড়কে কোনো শৃঙ্খলাব্যবস্থা নেই।’
বাসশ্রমিক সাহাদাত হোসেন লিটন বলেন, ‘বাস চালানোর সময় প্রশাসনের ভয়ে থাকতে হয়। একটি বাসের গতি ৬০ কিলোমিটার অতিক্রম করলেই মামলা দেওয়া হচ্ছে।’
গোলাম রাব্বি নামের আরেক বাসশ্রমিক বলেন, ‘ট্রাফিক পুলিশ সকাল ৬টা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে অবস্থান নিয়ে মামলা দেওয়া শুরু করে। আমরা এই হয়রানি থেকে মুক্তি চাই।’
বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মো. শরফুদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘অতিরিক্ত গতিতে বাস চালানো রোধে মামলার জেরে বাসশ্রমিকেরা বিক্ষোভ করেছেন। সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।’
বাসের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের মামলার জেরে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। আজ শুক্রবার বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন মহাসড়ক এক ঘণ্টা ধরে অবরোধ করে রাখা হয়।
এদিকে অবরোধের কারণে বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দুই পাশে প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে বাসযাত্রীরা ভোগান্তিতে পড়েন। এ ছাড়া কাউন্টারের সামনেও যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। অবরোধের কারণে টার্মিনাল ও দূরদূরান্ত থেকে আসা সব ধরনের যানবাহন এক ঘণ্টার বেশি সময় ধরে চলাচল করতে পারেনি।
বরগুনা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে আসা যাত্রী রফিকুল আলম বলেন, ‘আমাদের বাস বরগুনা থেকে এসেছে, কিন্তু টার্মিনাল এলাকায় এসে অবরোধের কারণে আটকে পড়ে। এক ঘণ্টা হয়েছে এখানে আটকে আছি।’
সুজন চৌধুরী নামের আরেক যাত্রী বলেন, ‘এ ধরনের অবরোধ হলে সবচেয়ে বেশি কষ্ট আমাদের হয়। সড়কে কোনো শৃঙ্খলাব্যবস্থা নেই।’
বাসশ্রমিক সাহাদাত হোসেন লিটন বলেন, ‘বাস চালানোর সময় প্রশাসনের ভয়ে থাকতে হয়। একটি বাসের গতি ৬০ কিলোমিটার অতিক্রম করলেই মামলা দেওয়া হচ্ছে।’
গোলাম রাব্বি নামের আরেক বাসশ্রমিক বলেন, ‘ট্রাফিক পুলিশ সকাল ৬টা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে অবস্থান নিয়ে মামলা দেওয়া শুরু করে। আমরা এই হয়রানি থেকে মুক্তি চাই।’
বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মো. শরফুদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘অতিরিক্ত গতিতে বাস চালানো রোধে মামলার জেরে বাসশ্রমিকেরা বিক্ষোভ করেছেন। সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় পিষ্ট হয়ে মিতু (১৩) নামের এক কিশোরী নিহত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে কুমিল্লা-সিলেট বাইপাস সড়কের নন্দনপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিতু জেলার সরাইল উপজেলার সদরের কাঁচারিপাড় এলাকার মজনু মিয়ার একমাত্র মেয়ে। সে সরাইল একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
১৫ মিনিট আগেটাঙ্গাইলের মধুপুরে নেশাগ্রস্ত ছেলের হাতে মা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের উত্তর শালিকা গ্রামের পাগুখার মোড় (লক্ষণ ঘাট) রিফুজি বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
১৭ মিনিট আগেরাজধানীর ডেমরায় মো. হাবিবুর রহমান মোল্লা (৩৪) নামের সাবেক এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সন্ধ্যার পর ডেমরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেবরিশালের উজিরপুরে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তির অবস্থায় ছাত্রশিবিরের সাবেক নেতা মাইনুল ইসলামকে আটক করেছেন স্থানীয়রা। পরে তাঁকে পুলিশে দেওয়া হয়।
৩৩ মিনিট আগে