Ajker Patrika

প্রক্টরের পদত্যাগ, দোয়া চাইলেন উপাচার্য, আন্দোলনে টালমাটাল বরিশাল বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১২: ৩৮
প্রক্টরের পদত্যাগ, দোয়া চাইলেন উপাচার্য, আন্দোলনে টালমাটাল বরিশাল বিশ্ববিদ্যালয়

আন্দোলনে টালমাটাল হয়ে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যায় (ববি)। আজ মঙ্গলবার সকাল থেকে ক্যাম্পাসে উপাচার্য প্রফেসর ড. বদরুজ্জামান ভুঁইয়া এবং প্রক্টর আ. কাইউমের পদত্যাগ দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে বেলা সাড়ে ১১টার দকে পদত্যাগ করেছেন প্রক্টর। তাঁর বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার ইন্ধনের অভিযোগ রয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম প্রক্টরের পদত্যাগের তথ্য নিশ্চিত করে বলেছেন, উপাচার্য সকালে শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে ভার্চুয়ালি সভা করেছেন। সেখানে উপাচার্য ড. বদরুজ্জামান সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি (উপাচার্য) বলেছেন, বিশ্ববিদ্যালয় যাতে এগিয়ে যায় এটা কামনা করেন। 

এদিকে দুপুর ১২টা নাগাদ ক্যাম্পাসে শত শত শিক্ষার্থী বিক্ষোভ করছেন। তারা বলেছেন, উপাচার্য ড. বদরুজ্জামান স্বৈরাচারের দোসর। তিনি শিক্ষার্থীদের হামলা-গ্রেপ্তারে নেতৃত্ব দিয়েছেন। উপাচার্য এই ক্যাম্পাসে থাকতে পারবেন না। 

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ববির প্রক্টর আব্দুল বেলা সাড়ে ১১টার দকে পদত্যাগ করেছেন। ছবি: আজকের পত্রিকাউল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বদরুজ্জামান ভুঁইয়া আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক এবং শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন। এ ছাড়া প্রক্টর ড. আব্দুল কাইউম বরিশাল সিটি নির্বাচনে নৌকা মার্কার মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত