Ajker Patrika

৬ দিন পর বৃদ্ধার লাশ মিলল টয়লেটের ট্যাংকে

লালমোহন (ভোলা) প্রতিনিধি
Thumbnail image

ভোলার লালমোহনে নিখোঁজের ৬ দিন পর রওশ আরা বেগম নামের (৬৫) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বসত ঘরের পেছনে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে আজ মঙ্গলাবার রাতে লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, মরদেহের মাথায় কোপের চিহ্ন রয়েছে। 

স্থানীয়রা জানান, উপজেলার কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শাহাজাহানের স্ত্রী রওশন আরা বেগম গত ২৩ ফেব্রুয়ারি নিখোঁজ হন। তাঁর ২ ছেলে ও ৪ মেয়ে রয়েছে। ছেলেরা চাকরি করার কারণে পরিবার নিয়ে ভোলা সদরে থাকেন। মেয়েরা শ্বশুর বাড়িতে থাকেন। ঘরে শাহাজাহান ও তাঁর স্ত্রী থাকতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শাহাজাহান একটি সালিসে যান। ফিরে এসে স্ত্রীকে আর ঘরে পাননি। 

বৃদ্ধার ছেলে শিহাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, নিখোঁজের পর থেকে কোথাও খুঁজে না পয়ে ২৪ ফেব্রুয়ারি লালমোহন থানায় সাধারণ ডায়েরি করেন। আজ মঙ্গলবার সন্ধ্যা দিকে নিজেদের বাথরুমের ট্যাংকের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে রওশন আরার মরদেহ উদ্ধার করে। লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে পোস্টমর্টেম করার জন্য ভোলায় পাঠানো হয়েছে। মরদেহের মাথায় কোপের চিহ্ন রয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত