কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটায় কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে ৪ লাখ ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক পাচারকারী হিসেবে অভিযুক্ত ১৬ জন গ্রেপ্তার হয়েছেন।
আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোস্ট গার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. তানভীর আজবাল হৃদয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা পর্যন্ত অভিযান চালানো হয়। কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর এবং র্যাবের সমন্বয়ে কুয়াকাটা সমুদ্রসৈকত-সংলগ্ন লেম্বুর চরে এ যৌথ অভিযান চলে। এ সময় ইয়াবাসহ ১৬ পাচারকারীকে আটক এবং একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার তানভীর বলেন, অভিযানকালে ট্রলারে জালের মধ্যে লুকানো অবস্থায় ১ লাখ ইয়াবা এবং পরে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি আরও ৩ লাখ ইয়াবা জব্দ করা হয়। এ সময় ১৬ জন পাচারকারীকে আটক করা হয়। তাঁরা নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বাসিন্দা। পরে ইয়াবাগুলো মহিপুর থানায় হস্তান্তর এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
কোস্ট গার্ডের ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার তানভীর।
এদিকে অভিযুক্তদের মধ্যে মোফাচ্ছেল হোসেন নামের একজন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জানতাম মাছ ধরতে যাচ্ছি। ইয়াবা সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি।’
পটুয়াখালীর কুয়াকাটায় কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে ৪ লাখ ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক পাচারকারী হিসেবে অভিযুক্ত ১৬ জন গ্রেপ্তার হয়েছেন।
আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোস্ট গার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. তানভীর আজবাল হৃদয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা পর্যন্ত অভিযান চালানো হয়। কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর এবং র্যাবের সমন্বয়ে কুয়াকাটা সমুদ্রসৈকত-সংলগ্ন লেম্বুর চরে এ যৌথ অভিযান চলে। এ সময় ইয়াবাসহ ১৬ পাচারকারীকে আটক এবং একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার তানভীর বলেন, অভিযানকালে ট্রলারে জালের মধ্যে লুকানো অবস্থায় ১ লাখ ইয়াবা এবং পরে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি আরও ৩ লাখ ইয়াবা জব্দ করা হয়। এ সময় ১৬ জন পাচারকারীকে আটক করা হয়। তাঁরা নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বাসিন্দা। পরে ইয়াবাগুলো মহিপুর থানায় হস্তান্তর এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
কোস্ট গার্ডের ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার তানভীর।
এদিকে অভিযুক্তদের মধ্যে মোফাচ্ছেল হোসেন নামের একজন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জানতাম মাছ ধরতে যাচ্ছি। ইয়াবা সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি।’
বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে দুস্কৃতকারিদের বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে গণমাধ্যমে যে বিবৃতিটি এসেছে— তা ভুল তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।
১১ মিনিট আগেমোরেলগঞ্জে ঘের নিয়ে সালিসে হাতাহাতিতে আহত কৃষক মহিউদ্দিন মহারাজের (৫০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আজ শনিবার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সামনে থেকে মো. মিজানুর রহমান নামে সাবেক এক সেনাসদস্যকে আটক করেছে পুলিশ।
২১ মিনিট আগেরাজশাহীর দুর্গাপুরে গত ২৪ ঘণ্টায় ৮ জন বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। তাঁদের মধ্যে দুজন নারী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার পাইকড়তলী গ্রামের ওয়াশিমের স্ত্রী জান্নাতুন (২৮) এবং উপজেলার তেবিলা গ্রামের রেন্টুর স্ত্রী তহমিনা (৩২)।
৩১ মিনিট আগেবাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঢাকার প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য (সিনিয়র জেলা জজ) সৈয়দা হোসনে আরা বেগম এবং মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ফারজানা ইয়াসমিন।
৩১ মিনিট আগে