রাশেদ নিজাম, বরিশাল থেকে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশে যখন মানুষ দুবেলা খেতে পারছে না বিদ্যুতের অভাবে। গ্যাসের অভাবে দুবেলা রান্না করতে পারছে না। এমন সংকটময় সময়ে দেশ। আ. লীগ বলে খেলা হবে। তারা জনগণের কথা চিন্তা না করে বলে খেলা হবে। কার সাথে খেলব। আ. লীগ থার্ড ডিভিশন টিম, বিএনপি ফার্স্ট ডিভিশন টিম। দুই দলের খেলা হতে পারে?’
আজ শনিবার বরিশালে বিএনপির গণসমাবেশে বক্তৃতায় এমন মন্তব্য করেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘শেখ হাসিনা কী বলে, মন্ত্রীরা কী বলে, এগুলোর উত্তর দেই না। ওগুলোর উত্তর দিলে আমরা যা করছি তা ব্যাহত হয়ে যাবে। ওরা চায় আরা অন্যদিকে মনোযোগ দেই। বিচার বিভাগ, পুলিশ, র্যাব, সরকারি কর্মকর্তাদের ব্যবহার করেছে, করছে। খেলতে হলে পদত্যাগ করতে হবে। সংসদ বাতিল করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা ছাড়তে হবে। তারপর দ্বিতীয় ডিভিশনে আসবেন। আগে ক্ষমতা ছেড়ে মাঠে আসুন তখন খেলা হবে।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আন্দোলনকে বিপ্লবে পরিণত করেছে বরিশালবাসী। সব বন্ধ করায় আমাদের উপকার হয়েছে। আগামী দিনে বিএনপির আন্দোলন সংগ্রামে কোনো পরিবহনের প্রয়োজন হবে না।’
বিএনপির কেন্দ্রীয় নেতা খসরু বলেন, ‘দেশ চুরির কী হবে। ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে শেখ হাসিনা ও তাঁর দলের লোকজন। দেশকে পঙ্গু করে ফেলেছে। এলসি খুলতে পারছে না। জ্বালানি কিনতে পারছে না। তাঁর নাকি টাকা নাই। কিন্তু ভোট চুরির মেশিন ইভিএম কেনার টাকা আছে। সুইজারল্যান্ডে, দুবাইতে সারা বিশ্বে তাদের টাকা আছে। ঘুষ দিয়েও মানুষ কাজ করতে পারছে না। শিখেছে উন্নয়নের রচনা, আসছে দুর্ভিক্ষ। শেখ হাসিনা আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না। নকল করেও পাস করতে পারবেন না। ভোট চুরি করে ক্ষমতায় গেছেন। আর সুযোগ নাই।’
বিএনপি নেতা খসরু মাহমুদ আরও বলেন, ‘বেগম জিয়াকে জেলে পাঠাবেন। প্রধানমন্ত্রীর চেয়ারে বসে নাগরিকদের ব্ল্যাকমেল করছেন। আগামী দিনে আপনার জন্য দুঃসংবাদ আছে। বেগম জিয়াকে ব্ল্যাকমেল করে লাভ হবে না। তারেক–জোবায়দাকে মামলা দিয়ে লাভ হবে না। রক্ষা পাওয়ার সুযোগ নাই। সবকিছুর মূলে ভোট চুরি। আগামী দিনে ভোট চোরদের রুখতে হবে। আমরা আগামী দিনে আরও জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। জীবন দিয়েও দেশকে মুক্ত করব। খালেদা জিয়াকে মুক্ত করব।’
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশে যখন মানুষ দুবেলা খেতে পারছে না বিদ্যুতের অভাবে। গ্যাসের অভাবে দুবেলা রান্না করতে পারছে না। এমন সংকটময় সময়ে দেশ। আ. লীগ বলে খেলা হবে। তারা জনগণের কথা চিন্তা না করে বলে খেলা হবে। কার সাথে খেলব। আ. লীগ থার্ড ডিভিশন টিম, বিএনপি ফার্স্ট ডিভিশন টিম। দুই দলের খেলা হতে পারে?’
আজ শনিবার বরিশালে বিএনপির গণসমাবেশে বক্তৃতায় এমন মন্তব্য করেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘শেখ হাসিনা কী বলে, মন্ত্রীরা কী বলে, এগুলোর উত্তর দেই না। ওগুলোর উত্তর দিলে আমরা যা করছি তা ব্যাহত হয়ে যাবে। ওরা চায় আরা অন্যদিকে মনোযোগ দেই। বিচার বিভাগ, পুলিশ, র্যাব, সরকারি কর্মকর্তাদের ব্যবহার করেছে, করছে। খেলতে হলে পদত্যাগ করতে হবে। সংসদ বাতিল করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা ছাড়তে হবে। তারপর দ্বিতীয় ডিভিশনে আসবেন। আগে ক্ষমতা ছেড়ে মাঠে আসুন তখন খেলা হবে।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আন্দোলনকে বিপ্লবে পরিণত করেছে বরিশালবাসী। সব বন্ধ করায় আমাদের উপকার হয়েছে। আগামী দিনে বিএনপির আন্দোলন সংগ্রামে কোনো পরিবহনের প্রয়োজন হবে না।’
বিএনপির কেন্দ্রীয় নেতা খসরু বলেন, ‘দেশ চুরির কী হবে। ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে শেখ হাসিনা ও তাঁর দলের লোকজন। দেশকে পঙ্গু করে ফেলেছে। এলসি খুলতে পারছে না। জ্বালানি কিনতে পারছে না। তাঁর নাকি টাকা নাই। কিন্তু ভোট চুরির মেশিন ইভিএম কেনার টাকা আছে। সুইজারল্যান্ডে, দুবাইতে সারা বিশ্বে তাদের টাকা আছে। ঘুষ দিয়েও মানুষ কাজ করতে পারছে না। শিখেছে উন্নয়নের রচনা, আসছে দুর্ভিক্ষ। শেখ হাসিনা আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না। নকল করেও পাস করতে পারবেন না। ভোট চুরি করে ক্ষমতায় গেছেন। আর সুযোগ নাই।’
বিএনপি নেতা খসরু মাহমুদ আরও বলেন, ‘বেগম জিয়াকে জেলে পাঠাবেন। প্রধানমন্ত্রীর চেয়ারে বসে নাগরিকদের ব্ল্যাকমেল করছেন। আগামী দিনে আপনার জন্য দুঃসংবাদ আছে। বেগম জিয়াকে ব্ল্যাকমেল করে লাভ হবে না। তারেক–জোবায়দাকে মামলা দিয়ে লাভ হবে না। রক্ষা পাওয়ার সুযোগ নাই। সবকিছুর মূলে ভোট চুরি। আগামী দিনে ভোট চোরদের রুখতে হবে। আমরা আগামী দিনে আরও জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। জীবন দিয়েও দেশকে মুক্ত করব। খালেদা জিয়াকে মুক্ত করব।’
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং জহুরুল হক বিমান ঘাঁটিতে জ্বালানি তেল সরবরাহের জন্য পাইপলাইনে জেট ফুয়েল সরবরাহের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী আগস্ট মাসে এই পাইপলাইনের কমিশনিং হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এই প্রকল্পের প্রকল্প পরিচালক ও পদ্মা অয়েল কোম্পানির সহকারী...
৩ ঘণ্টা আগেসাতক্ষীরায় মরিচ্চাপ নদীর ওপর নির্মিত সাতটি সেতু ধসে পড়েছে। এতে সদর ও আশাশুনি উপজেলার অন্তত ২৫টি গ্রামের মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের অভিযোগ, সেতুর নিচ দিয়ে অপরিকল্পিতভাবে নদী খনন এবং নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মাণ করায় এমন বিপর্যয় ঘটেছে।
৩ ঘণ্টা আগেপঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাসেবা চলছে পরিত্যক্তঘোষিত এক ভবনে। সেখানে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জানা গেছে, ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি ভবনটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হলেও সেটিতে এখনো রোগী ভর্তি ও চিকিৎসা কার্যক্রম চলছে।
৩ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুর এবং কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার মোট ১৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পাশাপাশি অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদও শূন্য। অবসর, মৃত্যু ও মামলার কারণে এই পদগুলো শূন্য হয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। এতে জোড়াতালি দিয়ে কোনোরকমে...
৩ ঘণ্টা আগে