Ajker Patrika

ঢাবিতে ছাত্রীদের ওপর হামলাকারী রুবেল কুয়াকাটা ছাত্রলীগের কর্মী 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৮: ৩১
ঢাবিতে ছাত্রীদের ওপর হামলাকারী রুবেল কুয়াকাটা ছাত্রলীগের কর্মী 

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রীদের ওপর লাঠি দিয়ে হামলা করা এক যুবকের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। তিনি পটুয়াখালী জেলার কুয়াকাটার ছাত্রলীগ কর্মী বলে জানান, কুয়াকাটা পৌর ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি মো. মজিবুর রহমান।

কুয়াকাটা পৌর ছাত্রলীগ ও স্থানীয়রা জানান, ওই যুবকের নাম মো. রুবেল খান। তিনি কুয়াকাটা পৌর ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। রুবেল খান কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সদস্য মো. নুরু খানের ছেলে। তিনি দীর্ঘদিন কুয়াকাটা পৌরসভার ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

গতকাল সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলা সংঘর্ষের পর এমন ছবি ভাইরাল হয় ফেসবুকে। তাঁর ছবি ভাইরালের পরপরই নিজ এলাকার সাধারণ মানুষ ও সাবেক ছাত্রলীগ কর্মীরাও নিন্দা জানিয়েছেন।

এ বিষয়ে কুয়াকাটা পৌর ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি মো. মজিবুর রহমান বলেন, ‘রুবেল কুয়াকাটা ছাত্রলীগ কর্মী তবে পৌর ছাত্রলীগের সদস্য নন। রুবেল এক বছর আগে ঢাকায় যান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। এলাকাতেও পড়াশোনা করতেন না। তবে এলাকায় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা ছিল।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রীদের ওপর লাঠি দিয়ে হামলা চালানো কুয়াকাটা ছাত্রলীগ কর্মী রুবেল। ছবি: সংগৃহীতএই সভাপতি আরও বলেন, ‘আমরা আন্দোলনকে আন্দোলন দিয়ে মোকাবিলা করব। কিন্তু তার এইরকম কাজ ছাত্রলীগ প্রশ্রয় দেয় না। আমি তাঁর এই কাজের নিন্দা জানাই।’ 

এ বিষয়ে জানতে ছাত্রলীগ কর্মী রুবেলকে কল করলে তিনি রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত