Ajker Patrika

ভোলায় জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৫

ভোলা প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৮: ১৬
ভোলায় জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৫

ভোলায় জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ভোলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার রাতে উপজেলার বাপ্তা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শাহাবুদ্দিন সিকদার বাড়ির মোহাম্মদ আলী বসতঘর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সুমন (৩৫), মো. মোর্শেদ (৪৫), সোহাগ (২৪), মো. রাব্বি (৩০) ও রাইসুল (৪৫)। তাঁদের সবার বাড়ি বাপ্তা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে বাপ্তা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শাহাবুদ্দিন সিকদার বাড়ির মোহাম্মদ আলী বাড়িতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় জুয়ার উপকরণ হিসেবে তাস ও নগদ ২ হাজার ২২২ টাকা উদ্ধার করা হয়।

ভোলা ডিবি পুলিশের ওসি মো. এনায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার পাঁচজনকে আজ বুধবার দুপুরে ভোলার আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত