ইসরাত জাহান ওরফে মীম (১৫), পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া গ্রামের সন্তান। প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সর্বশেষ ২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ফলাফলের ভিত্তিতে প্রথম হয়েছে উপজেলা পর্যায়ে। কিন্তু পারিবারিক অভাব-অনটনের কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
লিটন মিয়া-নাছিমা বেগম দম্পতি তাঁদের সন্তান ইসরাতকে বিয়ে দিতে চাচ্ছেন। তবে ইসরাতের ইচ্ছা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া। পেশায় দিনমজুর লিটন মিয়ার (৪০) তিন সন্তানের মধ্যে সবার বড় ইসরাত। ছোট ভাই হাসান নবম শ্রেণিতে ও ছোট বোন মিনহা শিশু শ্রেণিতে পড়ে।
ইসরাতের প্রতিবেশী ও শিক্ষকেরা জানান, বসতভিটা ছাড়া আর কোনো জমি নেই লিটন মিয়ার। ছোটবেলা থেকে পড়াশোনায় বেশ আগ্রহ ইসরাতের। ২০১৫ সালে পিইসি পরীক্ষায় উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পায়। এরপর ভর্তি হয় পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ে। জেএসসি পরীক্ষায় উপজেলায় আবারও প্রথম স্থানসহ ট্যালেন্টপুলে বৃত্তি পায় ইসরাত। সেই ধারা অব্যাহত রেখে সর্বশেষ এসএসসি পরীক্ষায়ও জিপিএ ৫ পেয়ে হয় উপজেলা সেরা।
ইসরাতের বাবা লিটন মিয়া জানান, তাঁর একার রোজগারে পরিবারের তিনবেলা খাবার জোগারই কষ্টকর। ছেলেমেয়ের পড়ালেখা চালিয়ে নেওয়ার মতো সামর্থ্য তাঁর নেই। এ কারণে মেয়েকে বছরখানেক আগেই বিয়ে দিতে চেয়েছিলেন।
মা নাছিমা বেগম (৩৫) বলেন, ‘মাইয়াডায় পড়তে চায়। কিন্তু আমাগো পড়ানোর মতো সাধ্য নাই।’
ইসরাত বলে, ‘আমার ইচ্ছে ভালো একটি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে ভালো ফলাফল করে কোনো মেডিকেল কলেজে ভর্তি হওয়া। আমি চিকিৎসক হতে চাই। কিন্তু সংসারে অভাবের কারণে আমার সেই ইচ্ছা হয়তো পূরণ হবে না।’
ইসরাত জানায়, তার সহপাঠীরা নামি কলেজে ভর্তি পরীক্ষা দিয়েছে। অর্থের অভাবে সে পরীক্ষা দিতে পারেনি। তবে তার দৃঢ় বিশ্বাস, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলে অবশ্যই চান্স পেত।
ইসরাতের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ বলেন, ‘ইসরাত খুবই মেধাবী। ওর নম্বরপত্র দেখে আমি অবাক হয়েছি। পরিবারের তদারকি ছাড়া নিজেই পড়ালেখা করে পদার্থ বিজ্ঞানে ১০০, জীববিজ্ঞানে ১০০, রসায়নে ৯৮ ও উচ্চতর গণিতসহ সব বিষয়ে ৯০-এর ওপর নম্বর পেয়েছে।’
এ সময় তিনি সংবাদমাধ্যমের সহায়তায় প্রধানমন্ত্রী ও সমাজের বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করেন। ইসরাতের মতো মেধাবীরা যেন উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয় সে জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
ইসরাত জাহান ওরফে মীম (১৫), পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া গ্রামের সন্তান। প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সর্বশেষ ২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ফলাফলের ভিত্তিতে প্রথম হয়েছে উপজেলা পর্যায়ে। কিন্তু পারিবারিক অভাব-অনটনের কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
লিটন মিয়া-নাছিমা বেগম দম্পতি তাঁদের সন্তান ইসরাতকে বিয়ে দিতে চাচ্ছেন। তবে ইসরাতের ইচ্ছা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া। পেশায় দিনমজুর লিটন মিয়ার (৪০) তিন সন্তানের মধ্যে সবার বড় ইসরাত। ছোট ভাই হাসান নবম শ্রেণিতে ও ছোট বোন মিনহা শিশু শ্রেণিতে পড়ে।
ইসরাতের প্রতিবেশী ও শিক্ষকেরা জানান, বসতভিটা ছাড়া আর কোনো জমি নেই লিটন মিয়ার। ছোটবেলা থেকে পড়াশোনায় বেশ আগ্রহ ইসরাতের। ২০১৫ সালে পিইসি পরীক্ষায় উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পায়। এরপর ভর্তি হয় পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ে। জেএসসি পরীক্ষায় উপজেলায় আবারও প্রথম স্থানসহ ট্যালেন্টপুলে বৃত্তি পায় ইসরাত। সেই ধারা অব্যাহত রেখে সর্বশেষ এসএসসি পরীক্ষায়ও জিপিএ ৫ পেয়ে হয় উপজেলা সেরা।
ইসরাতের বাবা লিটন মিয়া জানান, তাঁর একার রোজগারে পরিবারের তিনবেলা খাবার জোগারই কষ্টকর। ছেলেমেয়ের পড়ালেখা চালিয়ে নেওয়ার মতো সামর্থ্য তাঁর নেই। এ কারণে মেয়েকে বছরখানেক আগেই বিয়ে দিতে চেয়েছিলেন।
মা নাছিমা বেগম (৩৫) বলেন, ‘মাইয়াডায় পড়তে চায়। কিন্তু আমাগো পড়ানোর মতো সাধ্য নাই।’
ইসরাত বলে, ‘আমার ইচ্ছে ভালো একটি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে ভালো ফলাফল করে কোনো মেডিকেল কলেজে ভর্তি হওয়া। আমি চিকিৎসক হতে চাই। কিন্তু সংসারে অভাবের কারণে আমার সেই ইচ্ছা হয়তো পূরণ হবে না।’
ইসরাত জানায়, তার সহপাঠীরা নামি কলেজে ভর্তি পরীক্ষা দিয়েছে। অর্থের অভাবে সে পরীক্ষা দিতে পারেনি। তবে তার দৃঢ় বিশ্বাস, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলে অবশ্যই চান্স পেত।
ইসরাতের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ বলেন, ‘ইসরাত খুবই মেধাবী। ওর নম্বরপত্র দেখে আমি অবাক হয়েছি। পরিবারের তদারকি ছাড়া নিজেই পড়ালেখা করে পদার্থ বিজ্ঞানে ১০০, জীববিজ্ঞানে ১০০, রসায়নে ৯৮ ও উচ্চতর গণিতসহ সব বিষয়ে ৯০-এর ওপর নম্বর পেয়েছে।’
এ সময় তিনি সংবাদমাধ্যমের সহায়তায় প্রধানমন্ত্রী ও সমাজের বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করেন। ইসরাতের মতো মেধাবীরা যেন উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয় সে জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, রক্তিম শর্মার বিরুদ্ধে তাঁর বিদ্যালয়ের ছাত্রীদের আপত্তিকর খুদেবার্তা (মেসেজ) দেওয়া, শ্লীলতাহানিসহ নানা অভিযোগ রয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে তাঁর কম্পিউটার ট্রেনিং সেন্টারে এক ছাত্রীর সঙ্গে তাঁকে আপত্তিকর অবস্থায় দেখে আটকে রাখেন স্থানীয় লোকজন। একপর্যায়ে শিক্ষককে...
৩ মিনিট আগেবগুড়ার শেরপুরে শাহীনুর রহমান (৩০) নামের আওয়ামী লীগের এক সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এ ঘটনাকে ষড়যন্ত্র দাবি করে তাঁর স্ত্রী মোছা. রোকাইয়া বেগম বলেছেন, তাঁর স্বামী রাজনীতির সঙ্গে জড়িত নন...
২১ মিনিট আগেমৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ আরও ৪৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোরে এই পুশইনের ঘটনা ঘটে। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের আটক করেন। আটক ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগেএবার তালা ভেঙে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয় দখলের অভিযোগ উঠেছে। আজ বুধবার ‘জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠনের সদস্যরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে ব্যানার টানিয়ে নিজেদের অফিসের কার্যক্রম শুরু করেন।
১ ঘণ্টা আগে