Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে আ.লীগ কার্যালয় দখল করে ‘জুলাই যোদ্ধা’র সাইনবোর্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে আ.লীগ কার্যালয় দখল করে ‘জুলাই যোদ্ধা’র সাইনবোর্ড
ঠাকুরগাঁওয়ে আ.লীগ কার্যালয় দখল করে ‘জুলাই যোদ্ধা’র সাইনবোর্ড

এবার তালা ভেঙে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয় দখলের অভিযোগ উঠেছে। আজ বুধবার ‘জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠনের সদস্যরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে ব্যানার টানিয়ে নিজেদের অফিসের কার্যক্রম শুরু করেন।

এর আগে ১০ মে ভোলার চরফ্যাশনে আওয়ামী লীগের কার্যালয় দখল করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। সেই রেশ কাটতে না কাটতেই ঠাকুরগাঁওয়ে দলটির জেলা কার্যালয় দখল হলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে হঠাৎ করেই সংগঠনের আহ্বায়ক মো. রায়হান অপুর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লোক তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ভবনের একটি কক্ষে নিজেদের অফিস স্থাপন ও আরেকটি কক্ষে জিমনেসিয়াম করার ঘোষণাও দেন তাঁরা।

এ সময় ঘটনাস্থলে আরও দেখা গেছে, সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য দুলাল ইসলাম, রুবেল ইসলাম, তোফাজুল ইসলাম ও সবুজ। তাঁরা জানান, সংগঠনটি এখনো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেনি, তবে শিগগির তা প্রকাশ করা হবে।

দখলের বিষয়ে জানতে চাইলে মো. রায়হান অপু আজকের পত্রিকাকে বলেন, ‘এই কার্যালয় বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। আমরা এটি জনগণের কল্যাণে ব্যবহার করতে চাই। এখান থেকে সুস্থ সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হবে। এটি এখন সবার জন্য উন্মুক্ত থাকবে।’

জানা যায়, আওয়ামী লীগ কার্যালয়টি সরকারের কাছ থেকে ৯৯ বছরের জন্য লিজ নেয়। দলীয় অর্থায়নে নির্মিত দ্বিতল ভবনের নিচতলায় দোকানঘর ভাড়া দেওয়া এবং ওপরের তলায় দলীয় কার্যক্রম পরিচালিত হতো। ৫ আগস্ট সরকারের পতনের পর এই কার্যালয় ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এরপর থেকে পরিত্যক্ত ছিল কার্যালয়টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত