ঠাকুরগাঁও প্রতিনিধি
এবার তালা ভেঙে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয় দখলের অভিযোগ উঠেছে। আজ বুধবার ‘জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠনের সদস্যরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে ব্যানার টানিয়ে নিজেদের অফিসের কার্যক্রম শুরু করেন।
এর আগে ১০ মে ভোলার চরফ্যাশনে আওয়ামী লীগের কার্যালয় দখল করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। সেই রেশ কাটতে না কাটতেই ঠাকুরগাঁওয়ে দলটির জেলা কার্যালয় দখল হলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে হঠাৎ করেই সংগঠনের আহ্বায়ক মো. রায়হান অপুর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লোক তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ভবনের একটি কক্ষে নিজেদের অফিস স্থাপন ও আরেকটি কক্ষে জিমনেসিয়াম করার ঘোষণাও দেন তাঁরা।
এ সময় ঘটনাস্থলে আরও দেখা গেছে, সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য দুলাল ইসলাম, রুবেল ইসলাম, তোফাজুল ইসলাম ও সবুজ। তাঁরা জানান, সংগঠনটি এখনো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেনি, তবে শিগগির তা প্রকাশ করা হবে।
দখলের বিষয়ে জানতে চাইলে মো. রায়হান অপু আজকের পত্রিকাকে বলেন, ‘এই কার্যালয় বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। আমরা এটি জনগণের কল্যাণে ব্যবহার করতে চাই। এখান থেকে সুস্থ সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হবে। এটি এখন সবার জন্য উন্মুক্ত থাকবে।’
জানা যায়, আওয়ামী লীগ কার্যালয়টি সরকারের কাছ থেকে ৯৯ বছরের জন্য লিজ নেয়। দলীয় অর্থায়নে নির্মিত দ্বিতল ভবনের নিচতলায় দোকানঘর ভাড়া দেওয়া এবং ওপরের তলায় দলীয় কার্যক্রম পরিচালিত হতো। ৫ আগস্ট সরকারের পতনের পর এই কার্যালয় ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এরপর থেকে পরিত্যক্ত ছিল কার্যালয়টি।
এবার তালা ভেঙে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয় দখলের অভিযোগ উঠেছে। আজ বুধবার ‘জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠনের সদস্যরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে ব্যানার টানিয়ে নিজেদের অফিসের কার্যক্রম শুরু করেন।
এর আগে ১০ মে ভোলার চরফ্যাশনে আওয়ামী লীগের কার্যালয় দখল করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। সেই রেশ কাটতে না কাটতেই ঠাকুরগাঁওয়ে দলটির জেলা কার্যালয় দখল হলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে হঠাৎ করেই সংগঠনের আহ্বায়ক মো. রায়হান অপুর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লোক তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ভবনের একটি কক্ষে নিজেদের অফিস স্থাপন ও আরেকটি কক্ষে জিমনেসিয়াম করার ঘোষণাও দেন তাঁরা।
এ সময় ঘটনাস্থলে আরও দেখা গেছে, সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য দুলাল ইসলাম, রুবেল ইসলাম, তোফাজুল ইসলাম ও সবুজ। তাঁরা জানান, সংগঠনটি এখনো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেনি, তবে শিগগির তা প্রকাশ করা হবে।
দখলের বিষয়ে জানতে চাইলে মো. রায়হান অপু আজকের পত্রিকাকে বলেন, ‘এই কার্যালয় বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। আমরা এটি জনগণের কল্যাণে ব্যবহার করতে চাই। এখান থেকে সুস্থ সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হবে। এটি এখন সবার জন্য উন্মুক্ত থাকবে।’
জানা যায়, আওয়ামী লীগ কার্যালয়টি সরকারের কাছ থেকে ৯৯ বছরের জন্য লিজ নেয়। দলীয় অর্থায়নে নির্মিত দ্বিতল ভবনের নিচতলায় দোকানঘর ভাড়া দেওয়া এবং ওপরের তলায় দলীয় কার্যক্রম পরিচালিত হতো। ৫ আগস্ট সরকারের পতনের পর এই কার্যালয় ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এরপর থেকে পরিত্যক্ত ছিল কার্যালয়টি।
দিন যত গড়াচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গুর পরিস্থিতি তত খারাপের দিকে যাচ্ছে। এক মাস আগে শুধু শহরকেন্দ্রিক আক্রান্তের সংখ্যা দেখা গেলেও এখন শহর থেকে গ্রামে অব্যাহত রয়েছে ডেঙ্গুর সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
২১ মিনিট আগেগোপালগঞ্জে আবারও বাড়ানো হয়েছে কারফিউ ও ১৪৪ ধারার সময়সীমা। তবে এ সময় আওতামুক্ত থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান ও পাবলিক পরীক্ষাসমূহ।
২১ মিনিট আগেসব জেনেশুনে আমরা বিয়ে করি। কিন্তু বিয়ের পর থেকে জিভাল পল্লবী নামে আরেক বিবাহিত নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ান। তাঁদের সেই সম্পর্কে বাধা হয়েছি বিধায় যৌতুকের দাবিতে আমাকে তিনি শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করেন।
২৪ মিনিট আগেকক্সবাজারে পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে বিষোদ্গারমূলক বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারী। প্রতিবাদে আজ শনিবার বিকেল সোয়া ৪টার দিকে চকরিয়া পৌর শহরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা এনসিপির জুলাই পদযাত্রার অস্থায়ী মঞ্চ ভা
২৯ মিনিট আগে