Ajker Patrika

নিখোঁজের ৩ দিন পর জেলের মরদেহ উদ্ধার

হিজলা (বরিশাল) প্রতিনিধি
Thumbnail image

বরিশালের হিজলা উপজেলায় নিখোঁজের ৩ দিন পর জেলে মো. হাবিবের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত হাবিব উপজেলার মেমানিয়া ইউনিয়নের আবদুল লতিফ তালুকদারের ছেলে। সে আবদুল ছাত্তার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল। 

জানা গেছে, গত সোমবার বিকেলে ৭ জেলের সঙ্গে মেঘনা নদীতে মাছ শিকারে যায় হাবিব। নদীতে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলার থেকে পড়ে যায় সে। এ সময় তাঁর সঙ্গে থাকা জেলেরা অনেক খোঁজাখুঁজি করেও হাবিবকে পায়নি। 

হাবিবের সঙ্গে থাকা অপর এক জেলে বলেন, ‘হিজলা গৌরবদী ইউনিয়নের মেঘনা নদীর ৪ নং মাছঘাট সংলগ্ন জায়গায় জাল পাতার সময় হঠাৎ হাবিব পড়ে যায়। নদীতে প্রচণ্ড স্রোত ও ঢেউ থাকায় তাঁকে আর খুজে পাওয়া যায়নি।’ 

এ বিষয়ে হাবিবেব চাচা সেলিম তালুকদার বলেন, ‘গতকাল বুধবার সন্ধ্যায় কোস্টগার্ডের খবর পেয়ে নোয়াখালীর লক্ষ্মীপুর মতিরহাট সিমেন্ট কারখানা সংলগ্ন মেঘনা নদীর কিনারা থেকে আমার ভাতিজার মরদেহ উদ্ধার করেছি। তার আরেক ভাই দৃষ্টিপ্রতিবন্ধী। তাই হাবিব নদীতে মাছ ধরে অর্থ উপার্জন করত। তার মৃত্যুতে হাবিবের পরিবার এখন বিপাকে পড়েছে। 

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া ও নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক বিকাশ চন্দ্র দে বলেন, ‘নদীতে এক জেলে নিখোঁজ হয়েছে বলে শুনেছি। তবে মরদেহ উদ্ধারের বিষয়ে কিছুই জানি না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত