Ajker Patrika

বরিশালে আওয়ামী লীগ নেতা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগৈলঝাড়ায় বিক্ষোভ

প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালে আওয়ামী লীগ নেতা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগৈলঝাড়ায় বিক্ষোভ

বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ আওয়ামী লীগ নেতা–কর্মীদের ওপর গুলি বর্ষণ, মারধর ও প্রশাসনের দুটি মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ করেছে আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগ। উপজেলা সদরে এ বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজারের বেশি নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 

বৃহস্পতিবার সন্ধ্যার পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। 

উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন বলেন, আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে সরকারের কাছে বিচার বিভাগীয় তদন্তের আহ্বান জানান। তিনি আরও বলেন, ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নেতা কর্মীরা রাজপথে বিভিন্ন কর্মসূচি দেবে। 

প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সাবেক চেয়ারম্যান গোলাম মুর্তজা খান, আওয়ামী’লীগ নেতা এসএম হেমায়েত উদ্দিন, আব্দুস সত্তার মোল্লা, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, আমিনুল ইসলাম বাবুল, বিপুল দাস, শফিকুল হোসেন টিটু, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাতসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা কর্মীরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর: বদলি–পদায়নে অস্থিরতা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত