পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁকে সাময়িক বরখাস্ত করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি।
সাময়িক বরখাস্তের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পাথরঘাটার পৌর মেয়র আনোয়ার হোসেন আকন। তিনি বলেন, ‘বিদ্যালয়ের এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার ব্যবস্থাপানা কমিটি ও শিক্ষকদের নিয়ে জরুরি সভা করা হয়েছে। ওই সভায় প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনাটি তদন্তে কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ থেকে জানা গেছে, পাথরঘাটা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীকে বিয়ের কথা বলে ধর্ষণ করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনায় ২৩ এপ্রিল ওই ছাত্রী ও তার বাবা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন। এ ছাড়া পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদারকেও এ ঘটনা জানিয়েছেন তাঁরা।
ওই স্কুলছাত্রীর বাবার কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের সঙ্গে পরে কথা বলবেন বলে তিনি জানান।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক বলেন, ‘স্থানীয় প্রভাবশালী মহল বিদ্যালয় থেকে স্বার্থ হাসিল করতে না পেরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ওই স্কুলছাত্রী ও তার অভিভাবকদের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন অফিসে নিয়ে গিয়ে আমার নামে অভিযোগ দিয়েছেন। আমি এ বিষয়ে দ্রুত সংবাদ সম্মেলন করব।’
ওই ছাত্রী ও তার অভিভাবক ধর্ষণের ঘটনাটি জানিয়েছে বলে নিশ্চিত করেন ইউএনও সুফল চন্দ্র গোলদার। তিনি বলেন, ‘ঘটনা শুনে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। ওই ছাত্রীকে আইনি পরামর্শের জন্য থানায় যেতে বলা হয়েছে।’
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম হাওলাদার বলেন, ‘ওই ধর্ষণের ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনার পাথরঘাটায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁকে সাময়িক বরখাস্ত করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি।
সাময়িক বরখাস্তের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পাথরঘাটার পৌর মেয়র আনোয়ার হোসেন আকন। তিনি বলেন, ‘বিদ্যালয়ের এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার ব্যবস্থাপানা কমিটি ও শিক্ষকদের নিয়ে জরুরি সভা করা হয়েছে। ওই সভায় প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনাটি তদন্তে কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ থেকে জানা গেছে, পাথরঘাটা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীকে বিয়ের কথা বলে ধর্ষণ করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনায় ২৩ এপ্রিল ওই ছাত্রী ও তার বাবা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন। এ ছাড়া পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদারকেও এ ঘটনা জানিয়েছেন তাঁরা।
ওই স্কুলছাত্রীর বাবার কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের সঙ্গে পরে কথা বলবেন বলে তিনি জানান।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক বলেন, ‘স্থানীয় প্রভাবশালী মহল বিদ্যালয় থেকে স্বার্থ হাসিল করতে না পেরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ওই স্কুলছাত্রী ও তার অভিভাবকদের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন অফিসে নিয়ে গিয়ে আমার নামে অভিযোগ দিয়েছেন। আমি এ বিষয়ে দ্রুত সংবাদ সম্মেলন করব।’
ওই ছাত্রী ও তার অভিভাবক ধর্ষণের ঘটনাটি জানিয়েছে বলে নিশ্চিত করেন ইউএনও সুফল চন্দ্র গোলদার। তিনি বলেন, ‘ঘটনা শুনে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। ওই ছাত্রীকে আইনি পরামর্শের জন্য থানায় যেতে বলা হয়েছে।’
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম হাওলাদার বলেন, ‘ওই ধর্ষণের ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে পুকুরের মাছ ধরা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই দলের নেতার বাড়িসহ অন্তত ২০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
২ মিনিট আগেগতকাল রোববার বিকেলে আছরের নামাজ পড়ে বের হওয়ার পর সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে থেকে আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব।
২২ মিনিট আগেশেরপুর-ঢাকা মহাসড়কের পাশে ওই ছয়জনকে দাঁড়িয়ে থাকতে দেখে গরুচোর বলে চিৎকার শুরু করেন স্থানীয়রা। পরে স্থানীয় কয়েক শ লোক জড়ো হয়ে গরুচোর সন্দেহে গণপিটুনি দেন।
২৭ মিনিট আগেরাজধানীর তুরাগ এলাকায় ইতালির এক নাগরিকের ছিনতাই হওয়া পাসপোর্ট, মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামাল ছিনতাইয়ের ঘটনায় জড়িত ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল...
১ ঘণ্টা আগে