Ajker Patrika

‘শয়তান দেহ পাবি, মন পাবি না’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১০ জুন ২০২৩, ১৯: ২৮
‘শয়তান দেহ পাবি, মন পাবি না’

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পরীক্ষার প্রশ্নপত্রে ‘শয়তান দেহ পাবি, মন পাবি না এবং শয়তান দেহ পাবি, চিন্তা পাবি না’ উদ্ধৃতি উল্লেখ করে শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন করা হয়েছে। ভারতীয় উপমহাদেশে ‘ব্রিটিশ হেজিমনি’র’ আলোকে বিস্তারিত আলোচনা করতে বলা হয়েছে প্রশ্নে। 

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের মিডটার্ম পরীক্ষার প্রশ্নপত্রে এ শব্দগুলো ব্যবহার করে শিক্ষার্থীদের জন্য প্রশ্ন তৈরি করা হয়। 

শিক্ষার্থীদের অভিযোগ, হেজিমনি বোঝানোর জন্য সিনেমার এই ডায়ালগ বেছে নেওয়া অযৌক্তিক। অনেকে সেই প্রশ্নপত্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার পর ব্যবহৃত শব্দগুলো নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। 

ববি শিক্ষক সমিতির সভাপতি আরিফুর রহমান এ তথ্য স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘এভাবে প্রশ্ন করা উচিত হয়নি। ছাত্রদের মধ্যে এ নিয়ে বিরূপ প্রভাব পড়লে তার সমাধান করা হবে।’ 

বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে নেতিবাচক কিছু নেই। যাদের পড়িয়েছি আমি, সেখানে ডকুমেন্ট দেওয়া আছে। বিট্রিশ রাজরা কীভাবে ভারতীয় উপমহাদেশে হেজিমনিকে প্রতিষ্ঠা করেছে তার সঙ্গে এই লাইনটি যথার্থ উদাহরণ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত