Ajker Patrika

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ৭ ফুট দৈর্ঘ্যের এই ডলফিন

প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)
কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ৭ ফুট দৈর্ঘ্যের এই ডলফিন

কলাপাড়ার কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি সাত ফুট লম্বা মৃত ডলফিন। শনিবার (৭ আগস্ট) শেষ বিকেলে স্থানীয় জেলেরা কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে ডলফিনটি দেখতে পান। ডলফিনটির ঠোঁট রক্তাক্ত ছিল। স্থানীয় জেলেরা ডলফিনটিকে বালুচাপা দিয়েছেন। 

কুয়াকাটার সমুদ্রগামী জেলে আবদুল গাফফার জানান, ডলফিনটি কোন মাছধরা জালে আটকা পড়েছিল। ডলফিন শিকার এবং বিক্রি আইনত দণ্ডনীয়। তাই এটিকে সাগরে ভাসিয়ে দিয়ে থাকতে পারে। প্রায়ই এই সৈকতে বিভিন্ন জাতের মৃত্যু ডলফিন পাওয়া যায় বলেও তিনি উল্লেখ করেন। ডলফিনগুলো বেশির ভাগ সময়ে মাছ ধরার জালে আটকে, ট্রলারের সঙ্গে ধাক্কা খাওয়াসহ বিভিন্ন কারণে মারা যায়। তবে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করে ডলফিনের মৃত্যু রোধে কাজ করাকে তিনি জরুরি বলে মনে করেন। 

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, শুশুক প্রজাতির ডলফিনটি জেলেদের জালে আটকা পড়েছিল বলে ধারণা করছি। এ ধরনের ডলফিন সাধারণত সমুদ্রের ছোট মাছ খেয়ে বেঁচে থাকে তাই বেশির ভাগ সময় জেলেদের মাছ ধরার জালে আটকে মারা যায়। আবার বয়সের কারণেও অনেক সময় মৃত্যু হয়। মৃত্যুর পরে জোয়ারের সঙ্গে সমুদ্র তীরে চলে আসে। 

প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন সময়ে কুয়াকাটা সৈকতে নানা প্রজাতির মৃত ডলফিন পাওয়া গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত