Ajker Patrika

বাউফলে ধর্ষণের বিচার চাইতে গিয়ে মারধরের শিকার তরুণী

বাউফলে ধর্ষণের বিচার চাইতে গিয়ে মারধরের শিকার তরুণী

বাউফলে এক তরুণীকে (১৮) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে রাব্বি (২৩) নামের এক যুবক। এ ঘটনায় বিচার চাইতে গেলে রাব্বির স্বজনরা ওই তরুণীকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, রাব্বির পরিবার ওই তরুণীকে মারধর করে অচেতন অবস্থায় বাড়ির উঠানে ফেলে রাখে। আজ শনিবার বিকেলে ওই তরুণীর স্বজনরা ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সাহায্য চাইলে পুলিশ এসে তরুণীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী তরুণী অভিযোগ করেছেন, তিন বছর আগে প্রতিবেশী মো. রাব্বি (২৩) নামে এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক হয়। সর্বশেষ গত এক মাস আগে তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে রাব্বি। বিয়ে করতে বললে এড়িয়ে চলার চেষ্টা করে রাব্বি। পরে শুক্রবার সন্ধ্যার দিকে রাব্বির বাড়িতে গিয়ে ধর্ষণের বিষয়টি রাব্বির বাবা-মাকে জানায় এবং বিয়ের দাবিতে ওই ঘরে অবস্থান নেন। এতে ক্ষিপ্ত হয়ে রাব্বির পরিবারের লোকজন ওই তরুণীকে মারধর করে ঘরের বারান্দায় ফেলে রাখে। রাতে ওই বারান্দায় ছিলেন তরুণী। আজ শনিবার সকালে ফের মারধর করে ঘরের সামনে উঠানে ফেলে রাখে। একপর্যায়ে উঠানে অচেতন হয়ে পড়েন থাকেন।

তরুণীর মা অভিযোগ করেছেন, খবর পেয়ে বিকেল বেলা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তিনি আরও বলেন, রাব্বির চাচা স্থানীয় ইউপি সদস্য ও প্রভাবশালী। তিনি এ বিষয়ে বাড়াবাড়ি না করার জন্য বলেছেন। বাড়াবাড়ি করলে তাঁর স্বামীকে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছেন। তাঁর মেয়ে সুস্থ হলে এ ঘটনায় তাঁরা আইনের আশ্রয় নেবেন বলে জানান।

এ ঘটনার পর ঘরে তালা লাগিয়ে রাব্বি ও তাঁর পরিবারের লোকজন পালিয়ে যায়। এ কারণে রাব্বির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে তাঁর চাচা ইউপি সদস্য মো. শাহজাহান মুঠোফোনে বলেন, ‘শুনেছি প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মেয়ের বয়স কম, ১৮ বছর হয়নি। তাই আমার পক্ষে বিয়ে পড়ানো সম্ভব না। বিয়ে দেওয়ার বয়স না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছি। কিন্তু মেয়ের অভিভাবকেরা তা মানতে চান না। হাত ধরে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। মারধর ও মেরে ফেলার হুমকির অভিযোগ সত্য না।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, ওই তরুণীর লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত