Ajker Patrika

বরিশালে হরতালে বাম জোটের মিছিলে বাধা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১৮: ৩৩
বরিশালে হরতালে বাম জোটের মিছিলে বাধা

নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে ডাকা অর্ধদিবস হরতালে বরিশালে বাম গণতান্ত্রিক জোটের মিছিল-পিকেটিং বাধা দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে সদর রোডের বিভিন্ন পয়েন্টে এ ঘটনা ঘটে। 

এ সময়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার দপ্তর সম্পাদক লামিয়া সাইমুন হামলার শিকার হন। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনীকুমার হল চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

সমাবেশে বক্তব্য দেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা শাহ আজিজুর রহমান খোকন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি মিজানুর রহমান সেলিম, বাসদ বরিশাল জেলা শাখার সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সভাপতি বিজন সিকদার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত