নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ছাত্রলীগ নেতা রইজ আহমেদ মান্নাকে সম্পাদক করে বরিশাল মহানগর শ্রমিক লীগের নতুন কমিটি গতকাল বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। ২৮ সদস্যের এই কমিটি ঘোষণার পর থেকেই মেয়র খোকন গ্রুপ ও সাদিক গ্রুপের বিরোধ প্রকাশ্যে আসে। আজ শুক্রবার দুই পক্ষের মধ্যে বরিশালে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে পুলিশ কর্মকর্তারা বিস্তারিত বলতে রাজি না হলেও বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আলী আশ্রাফ ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, দুই পক্ষে সংঘাত বাধলে শ্রমিকদের বাস টার্মিনাল থেকে বের করে দেওয়া হয়। বাস টার্মিনালের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাসটার্মিনালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ শুক্রবার নগরের কেন্দ্রীয় বাস টার্মিনালে মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত এবং বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ অনুসারীরা দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এ সময় দুই পক্ষের শ্রমিকেরা সড়ক অবরোধ, ভাঙচুর চালায়।
নবনির্বাচিত মেয়র খোকন অনুসারীরা ঘোষিত বিতর্কিত নগর শ্রমিক লীগের কমিটি বাতিল চেয়ে বিক্ষোভ করে। এর পরপরই মেয়র সাদিক অনুসারীরা বাস টার্মিনালে আসলে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। এ সময় কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হয়েছেন।
জানা গেছে, আজ শুক্রবার সকাল ১০টার দিকে সদ্য গঠিত মহানগর শ্রমিক লীগের কমিটি বিতর্কিত দাবি করে মেয়র খোকন অনুসারী শ্রমিক নেতা আফতাব হোসেনের নেতৃত্বে শ্রমিকেরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা ছাত্রলীগের কর্মী দিয়ে গঠিত হওয়া নবগঠিত শ্রমিক লীগের কমিটি বাতিল দাবি করেন।
এ সময় শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে টার্মিনালের মধ্যে প্রবেশ করেন সাদিক অনুসারী শ্রমিক নেতা কালাম হোসেন লিটন মোল্লা। একপর্যায়ে লিটনের অনুসারীরা হামলা চালায় আফতাবের শ্রমিকদের ওপর। তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ দেখা দেয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। হামলার সময় নথুল্লাবাদ টার্মিনালের ভেতরে বেশ কয়েকটি টিকিট কাউন্টার ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। টার্মিনাল সংলগ্ন সড়কে এলোপাতাড়ি বাস রাখা হলে বরিশাল-ঢাকা মহাসড়কে যানবহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করেছে পুলিশ। সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ২০ শ্রমিক আহত হন। প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধে দুর্ভোগ দেখা দিলে প্রশাসনের অনুরোধে তা তুলে নেওয়া হয়।
খোকন অনুসারী ছাত্রলীগ নেতা মঈন তুষার আজকের পত্রিকাকে বলেন, নথুল্লাবাদ বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টার থেকে মেয়র সাদিকের অনুসারী মান্না চাঁদা তুলতো। নতুন পরিবহন আসলেও প্রায় ১০ লাখ টাকা দিতে হতো। সেখানকার বাঙালি হোটেল মান্না দখল করেছে। টার্মিনালের লাখ লাখ টাকা চাঁদাবাজি বন্ধ হওয়ায় নতুন করে বিতর্কিত মান্নাকে শ্রমিক লীগের সম্পাদক করেছে মেয়র সাদিক। অথচ এই মান্না নৌকার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।
মেয়র সাদিক অনুসারী লিটন মোল্লা আজকের পত্রিকাকে বলেন, তারা শ্রমিক ইউনিয়নের একটি নির্বাচন চেয়েছেন। ইউনিয়নের যে অবৈধ কমিটি আছে তা তারা মানেন না। আগামী ১০ দিনের মধ্যে দাবি মানা না হলে কর্মবিরতিতে নামবেন শ্রমিকরা।
তবে বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন জানান, বিদায়ী মেয়র সাদিকের ইন্ধনে লিটন মোল্লা টার্মিনালে অরাজকতা চেষ্টা করে যাচ্ছে। তিনি বলেন, শ্রমিকলীগের কমিটিতে বিতর্কিত ছাত্রলীগ ক্যাডার রইজ আহমেদ মান্নাকে সম্পাদক করা হয়েছে। অথচ অনেক যোগ্য শ্রমিক নেতা কমিটিতে ঠাই পায়নি। এ কমিটি বাতিল না হলে কঠোর আন্দোলন চলবে।
এ প্রসঙ্গে নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত আজকের পত্রিকাকে বলেন, কেউ যদি শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করে, অবাঞ্ছিত ব্যক্তিকে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে নগর পরিচালনায় যা করার তাই করব। তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, হঠাৎ করে শ্রমিক লীগের কমিটিতে বিতর্কিতদের আনা দুরভিসন্ধি এবং উদ্দেশ্যমূলক। নগরবাসী জানেন এরা পূর্বে কেমন ছিল। এর আগেও সিটি নির্বাচনকালীন অবস্থায় নৌকার বিরুদ্ধে অবস্থান নেয় মান্না। তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। আবার সেই মান্নাকেই পুন: প্রতিষ্ঠিত করায় নৈরাজ্য তৈরি হয়। মেয়র এবং স্থানীয় এমপি হিসেবে আমরা কঠোর হস্তে দায়িত্ব পালন করব।
ছাত্রলীগ নেতা রইজ আহমেদ মান্নাকে সম্পাদক করে বরিশাল মহানগর শ্রমিক লীগের নতুন কমিটি গতকাল বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। ২৮ সদস্যের এই কমিটি ঘোষণার পর থেকেই মেয়র খোকন গ্রুপ ও সাদিক গ্রুপের বিরোধ প্রকাশ্যে আসে। আজ শুক্রবার দুই পক্ষের মধ্যে বরিশালে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে পুলিশ কর্মকর্তারা বিস্তারিত বলতে রাজি না হলেও বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আলী আশ্রাফ ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, দুই পক্ষে সংঘাত বাধলে শ্রমিকদের বাস টার্মিনাল থেকে বের করে দেওয়া হয়। বাস টার্মিনালের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাসটার্মিনালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ শুক্রবার নগরের কেন্দ্রীয় বাস টার্মিনালে মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত এবং বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ অনুসারীরা দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এ সময় দুই পক্ষের শ্রমিকেরা সড়ক অবরোধ, ভাঙচুর চালায়।
নবনির্বাচিত মেয়র খোকন অনুসারীরা ঘোষিত বিতর্কিত নগর শ্রমিক লীগের কমিটি বাতিল চেয়ে বিক্ষোভ করে। এর পরপরই মেয়র সাদিক অনুসারীরা বাস টার্মিনালে আসলে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। এ সময় কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হয়েছেন।
জানা গেছে, আজ শুক্রবার সকাল ১০টার দিকে সদ্য গঠিত মহানগর শ্রমিক লীগের কমিটি বিতর্কিত দাবি করে মেয়র খোকন অনুসারী শ্রমিক নেতা আফতাব হোসেনের নেতৃত্বে শ্রমিকেরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা ছাত্রলীগের কর্মী দিয়ে গঠিত হওয়া নবগঠিত শ্রমিক লীগের কমিটি বাতিল দাবি করেন।
এ সময় শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে টার্মিনালের মধ্যে প্রবেশ করেন সাদিক অনুসারী শ্রমিক নেতা কালাম হোসেন লিটন মোল্লা। একপর্যায়ে লিটনের অনুসারীরা হামলা চালায় আফতাবের শ্রমিকদের ওপর। তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ দেখা দেয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। হামলার সময় নথুল্লাবাদ টার্মিনালের ভেতরে বেশ কয়েকটি টিকিট কাউন্টার ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। টার্মিনাল সংলগ্ন সড়কে এলোপাতাড়ি বাস রাখা হলে বরিশাল-ঢাকা মহাসড়কে যানবহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা করেছে পুলিশ। সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ২০ শ্রমিক আহত হন। প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধে দুর্ভোগ দেখা দিলে প্রশাসনের অনুরোধে তা তুলে নেওয়া হয়।
খোকন অনুসারী ছাত্রলীগ নেতা মঈন তুষার আজকের পত্রিকাকে বলেন, নথুল্লাবাদ বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টার থেকে মেয়র সাদিকের অনুসারী মান্না চাঁদা তুলতো। নতুন পরিবহন আসলেও প্রায় ১০ লাখ টাকা দিতে হতো। সেখানকার বাঙালি হোটেল মান্না দখল করেছে। টার্মিনালের লাখ লাখ টাকা চাঁদাবাজি বন্ধ হওয়ায় নতুন করে বিতর্কিত মান্নাকে শ্রমিক লীগের সম্পাদক করেছে মেয়র সাদিক। অথচ এই মান্না নৌকার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।
মেয়র সাদিক অনুসারী লিটন মোল্লা আজকের পত্রিকাকে বলেন, তারা শ্রমিক ইউনিয়নের একটি নির্বাচন চেয়েছেন। ইউনিয়নের যে অবৈধ কমিটি আছে তা তারা মানেন না। আগামী ১০ দিনের মধ্যে দাবি মানা না হলে কর্মবিরতিতে নামবেন শ্রমিকরা।
তবে বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন জানান, বিদায়ী মেয়র সাদিকের ইন্ধনে লিটন মোল্লা টার্মিনালে অরাজকতা চেষ্টা করে যাচ্ছে। তিনি বলেন, শ্রমিকলীগের কমিটিতে বিতর্কিত ছাত্রলীগ ক্যাডার রইজ আহমেদ মান্নাকে সম্পাদক করা হয়েছে। অথচ অনেক যোগ্য শ্রমিক নেতা কমিটিতে ঠাই পায়নি। এ কমিটি বাতিল না হলে কঠোর আন্দোলন চলবে।
এ প্রসঙ্গে নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত আজকের পত্রিকাকে বলেন, কেউ যদি শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করে, অবাঞ্ছিত ব্যক্তিকে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে নগর পরিচালনায় যা করার তাই করব। তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, হঠাৎ করে শ্রমিক লীগের কমিটিতে বিতর্কিতদের আনা দুরভিসন্ধি এবং উদ্দেশ্যমূলক। নগরবাসী জানেন এরা পূর্বে কেমন ছিল। এর আগেও সিটি নির্বাচনকালীন অবস্থায় নৌকার বিরুদ্ধে অবস্থান নেয় মান্না। তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। আবার সেই মান্নাকেই পুন: প্রতিষ্ঠিত করায় নৈরাজ্য তৈরি হয়। মেয়র এবং স্থানীয় এমপি হিসেবে আমরা কঠোর হস্তে দায়িত্ব পালন করব।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৪ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে