Ajker Patrika

দশমিনায় বজ্রপাতে কৃষক নিহত

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
দশমিনায় বজ্রপাতে কৃষক নিহত

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। তাঁর নাম মো. আবদুর রব হাওলাদার (৫৫)। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। 

আবদুর রব দশমিনা ইউনিয়নের ৯ নং কাটাখালী গ্রামের মৃত্যু আবদুল আলী হাওলাদারের ছেলে। 

জানা গেছে, বিকেলে কালবৈশাখী ঝড়ের সঙ্গে শুরু হয় বজ্রপাত। আবদুর রব হাওলাদার তাঁর গৃহপালিত পশু (গাভী) বাড়ির পশ্চিম পাশের বিলে আনতে গেলে বজ্রপাতের কবলে পরে প্রান হারান। এ সময় গাভীটিও মারা যায়। 

দশমিনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কাটাখালী গ্রামের ইউপি সদস্য অলিউল আহমেদ বলেন, ‘আমি ও আবদুর রব হাওলাদার একই বাড়ির লোক। বিকেল ৬টায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হয়। তিনি তাঁর গৃহপালিত পশু বিলে আনতে গেলে সেখানেই বজ্রপাতে প্রাণ হারান। আমরা বাড়ির লোকজন গিয়ে দেখি সে মৃত অবস্থায় পড়ে আছে।’ 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মেহেদী হাসান বলেন, ‘বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে দশমিনা থানার উপ-পুলিশ পরিদর্শককে (এসএই) পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত