Ajker Patrika

বিদায়ী ইউএনওকে নাগরিক সংবর্ধনা 

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১৬: ১২
বিদায়ী ইউএনওকে নাগরিক সংবর্ধনা 

পটুয়াখালীর দশমিনা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলালের বিদায় উপলক্ষে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় পরিষদ মাঠে সুধী সমাজের উদ্যোগে এ নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনওর সহধর্মিণী ডা. জান্নাতুল নাঈম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডা. সামছুন্নাহার খান ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. মেহেদী, উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি সিকদার গোলাম মোস্তফা, ইমাম সমিতির সভাপতি মাওলানা মোসলেম উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী আনোয়ার, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা নুরে আলম ছিদ্দিকি, মানবসেবা সংগঠনের সভাপতি ইকবাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. বেল্লাল হোসেন। 

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউএনও মো. মহিউদ্দিন আল হেলাল দশমিনা উপজেলায় এক বছরের সময়কালে সরকারের নির্দেশনা পালনে ছিলেন একজন নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ণ। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে উপজেলার শতভাগ নাগরিকের কাছে আস্থার প্রতীক হয়ে থাকবে বলে বক্তারা দাবি করেন।

বিদায়ী ইউএনও মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, ‘আমি কোনো উপহার বা সংবর্ধনায় বিশ্বাসী নই। আমি আমার কাজকে নিজের দায়িত্ব ও কর্তব্য মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী তাঁর উন্নয়নের কাজকে বাস্তবায়নের জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি তা পালন করছি মাত্র।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত