আমতলী (বরগুনা) প্রতিনিধি
সাত বছরের শিশুর গলায় ছুরি ধরে ঘরে থাকা ঈদবাজারের ৭ হাজার টাকা এবং এক ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে ডাকাত দল। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে বরগুনার আমতলী উপজেলার কলাগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলা কলাগাছিয়া গ্রামের কালু হাওলাদারের স্ত্রী লিপি বেগম ব্রেইন টিউমারে আক্রান্ত। স্বামী সর্বস্ব হারিয়ে ঢাকায় ফেরি করে লুঙ্গি, কাপড় বিক্রি করেন। বাড়িতে অসুস্থ স্ত্রী লিপি বেগম (৩৫) দুই ছেলে লিমন (১৪) ও ইমাম হোসেনকে (৭) নিয়ে থাকেন। কিছুদিন আগে ঈদবাজার করতে স্বামী কালু হাওলাদার স্ত্রীর কাছে ৭ হাজার টাকা পাঠান। বৃহস্পতিবার লাইলাতুল কদর রাতে বড় ছেলে লিমন মসজিদে নামাজ পড়তে যায়। ওই ফাঁকে ৬-৭ জনের মুখোশধারী ডাকাত দল পেছনের দরজা ভেঙে ভেতরে ঢোকে।
ডাকাতেরা লিপি বেগমকে অসুস্থ অবস্থায় দেখে ৭ বছরের ছেলে ইমাম হোসেনের গলায় ধারালো ছুরি ধরে। ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার না দিলে শিশু ইমামকে হত্যার হুমকি দেয় ডাকাতেরা। ছেলেকে রক্ষায় অসুস্থ লিপি বেগম তাঁর কানে থাকা স্বর্ণের দুল খুলে দেন। পরে ডাকাত দল ঘরের ট্রাংক ভেঙে ঈদবাজারের ৭ হাজার এবং এক ভরি স্বর্ণালংকার নিয়ে যায় বলে দাবি করেন লিপি বেগম।
লিপি বেগম বলেন, ‘ঘরের পেছনের দরজা ভেঙে তিন ডাকাত ঘরে ঢুকে আমাকে লাথি দেয়। আমাকে অসুস্থ দেখে তারা আমার ছেলে ইমাম হোসেনের গলায় ধারালো ছুরি ধরে। টাকা ও গয়না না দিলে আমার ছেলেকে মেরে ফেলবে। আমি ছেলেকে রক্ষায় কানের দুল খুলে দেই। পরে তারা ট্রাংক ভেঙে ঈদবাজারের ৭ হাজার টাকা এবং এক ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।’
আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সাত বছরের শিশুর গলায় ছুরি ধরে ঘরে থাকা ঈদবাজারের ৭ হাজার টাকা এবং এক ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে ডাকাত দল। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে বরগুনার আমতলী উপজেলার কলাগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলা কলাগাছিয়া গ্রামের কালু হাওলাদারের স্ত্রী লিপি বেগম ব্রেইন টিউমারে আক্রান্ত। স্বামী সর্বস্ব হারিয়ে ঢাকায় ফেরি করে লুঙ্গি, কাপড় বিক্রি করেন। বাড়িতে অসুস্থ স্ত্রী লিপি বেগম (৩৫) দুই ছেলে লিমন (১৪) ও ইমাম হোসেনকে (৭) নিয়ে থাকেন। কিছুদিন আগে ঈদবাজার করতে স্বামী কালু হাওলাদার স্ত্রীর কাছে ৭ হাজার টাকা পাঠান। বৃহস্পতিবার লাইলাতুল কদর রাতে বড় ছেলে লিমন মসজিদে নামাজ পড়তে যায়। ওই ফাঁকে ৬-৭ জনের মুখোশধারী ডাকাত দল পেছনের দরজা ভেঙে ভেতরে ঢোকে।
ডাকাতেরা লিপি বেগমকে অসুস্থ অবস্থায় দেখে ৭ বছরের ছেলে ইমাম হোসেনের গলায় ধারালো ছুরি ধরে। ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার না দিলে শিশু ইমামকে হত্যার হুমকি দেয় ডাকাতেরা। ছেলেকে রক্ষায় অসুস্থ লিপি বেগম তাঁর কানে থাকা স্বর্ণের দুল খুলে দেন। পরে ডাকাত দল ঘরের ট্রাংক ভেঙে ঈদবাজারের ৭ হাজার এবং এক ভরি স্বর্ণালংকার নিয়ে যায় বলে দাবি করেন লিপি বেগম।
লিপি বেগম বলেন, ‘ঘরের পেছনের দরজা ভেঙে তিন ডাকাত ঘরে ঢুকে আমাকে লাথি দেয়। আমাকে অসুস্থ দেখে তারা আমার ছেলে ইমাম হোসেনের গলায় ধারালো ছুরি ধরে। টাকা ও গয়না না দিলে আমার ছেলেকে মেরে ফেলবে। আমি ছেলেকে রক্ষায় কানের দুল খুলে দেই। পরে তারা ট্রাংক ভেঙে ঈদবাজারের ৭ হাজার টাকা এবং এক ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।’
আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন চাকার যান টমটম পার্কিং নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধুর সঙ্গে উপজেলার পশ্চিম ভাড়াউড়া গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।
৭ মিনিট আগেলক্ষাধিক মুসল্লি নিয়ে দেশের সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানের ঈদুল ফিতরের নামাজ সম্পন্ন হয়েছে। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে মুসলিম উম্মার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
১৮ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত সুমাইয়া আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আজ সোমবার সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডে সুমাইয়ার বাসায় উপস্থিত হন মাহফুজ আলম।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলে ঈদগাহ মাঠে সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। ঈদের দিন আজ সোমবার টাঙ্গাইল সদর উপজেলার বড় বাসালিয়া ঈদগাহ মাঠে ভোর ৫টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। গতকাল রোববার জেলা প্রশাসক কার্যালয় এই নির্দেশ জারি করে।
১ ঘণ্টা আগে