Ajker Patrika

ছুরিকাঘাতে চেয়ারম্যান সমর্থককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫ 

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১৫: ১০
ছুরিকাঘাতে চেয়ারম্যান সমর্থককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫ 

বরগুনার আমতলীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের এক চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থককে ছুরিকাঘাতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার নয়ন মৃধাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার রাতেই নিহত হিরন গাজীর স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠেয় আমতলী সদর ইউপি নির্বাচনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন পদপ্রার্থী হলেন আবুল বাশার নয়ন মৃধা ও মোতাহার মৃধা। 

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার রাত ১১টার দিকে প্রার্থী আবুল বাশার নয়ন মৃধা তাঁর সমর্থক সোহাগ প্যাদা, ইউসুফ, কাদের সরদার, শহীদ মালাকারসহ ৪০-৪৫ জন পূর্ব মহিষডাঙ্গা গ্রামে ভোটারদের টাকা দিচ্ছিলেন। এ সময় আরেক প্রার্থী মোতাহার মৃধার সমর্থক হিরন গাজীসহ ১০-১২ জন টাকা দিতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয় নয়ন মৃধার সমর্থকরা। 

একপর্যায় আবুল বাশার নয়ন মৃধার সমর্থক ইউসুফ মাতুব্বর, কাদের সরদার ও শহীদ মালাকারসহ ছয়-সাতজন হিরন গাজীকে ছুরিকাঘাত করে। ওই ছুরিকাঘাতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তাৎক্ষণিক হিরনের সহযোগী মিলন সরদার ও দেলোয়ার সরদারসহ ১০-১২ জন রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসক কাঙ্ক্ষিতা মন্ডল তৃণা তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে নিহত হিরন গাজীর স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার নয়ন মৃধাকে প্রধান আসামি করে ১৬ জনের নামে আমতলী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই ওই দিন রাতে মামলার প্রধান আসামি আবুল বাশার নয়ন মৃধা, সোহাগ প্যাদা, মাহবুব, মেহেদী ও গোলাম কিবরিয়াকে পুলিশ গ্রেপ্তার করে। 

আজ শুক্রবার পুলিশ তাঁদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়। 

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, হিরন হত্যা মামলার প্রধান আসামি চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার নয়ন মৃধাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, মামলা জটিলতার কারণে যথাসময়ে নির্বাচন হয়নি। সর্বশেষ ২০১৯ সালে ২৫ জুলাই নির্বাচন হয়। ওই নির্বাচনের ধারাবাহিকতায় ১০ মার্চ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত