পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় চার বছরের শ্যালক শিশু হাসিব হাওলাদারকে হত্যার দায়ে ভগ্নিপতি মো. মারুফ খানকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে আসামি মো. মারুফ খানের উপস্থিতিতে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি মো. মারুফ খান ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আনইলবুনিয়া গ্রামের বাসিন্দা।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালে আসামি মো. মারুফ খানের সঙ্গে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মো. হাবিবুর রহমানের মেয়ে রিমা বেগমের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে ২০১৯ সালের ১০ ডিসেম্বর আসামি মারুফ খান তাঁর স্ত্রী রিমা বেগমের ছোট ভাই ৪ বছরের শিশু হাসিব হাওলাদারকে তাদের বাড়ির উঠানে খেলাধুলা করার সময় খাবার খাওয়ানোর কথা বলে সেখান থেকে নিয়ে যায়।
কিছুক্ষণ পর মারুফ খান একা ওই বাড়িতে ফিরে এলে পরিবারের লোকজনের জিজ্ঞেসাবাদে মারুফ খান শিশুটিকে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেন। এ ঘটনা পুলিশকে জানানো হলে পুলিশ আসামি মারুফ খানকে হেফাজতে নেয়। এরপর জিজ্ঞাসাবাদে মারুফ খান শিশু হাসিবকে হত্যা করে লাশ গুমের কথা স্বীকার করে। পরে মারুফের দেওয়া তথ্যমতে, পুলিশ বসতবাড়ির পাশের বাগানের নর্দমার মধ্য থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
এ ঘটনার এক দিন পর ২০১৯ সালের ১২ ডিসেম্বর নিহত হাসিবের বড় ভাই মো. নাসির হাওলাদার বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) সরদার ফারুক হোসেন বলেন, আদালত আসামি মো. মারুফ খানকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দেন।
পিরোজপুরের ভান্ডারিয়ায় চার বছরের শ্যালক শিশু হাসিব হাওলাদারকে হত্যার দায়ে ভগ্নিপতি মো. মারুফ খানকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে আসামি মো. মারুফ খানের উপস্থিতিতে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি মো. মারুফ খান ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আনইলবুনিয়া গ্রামের বাসিন্দা।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালে আসামি মো. মারুফ খানের সঙ্গে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মো. হাবিবুর রহমানের মেয়ে রিমা বেগমের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে ২০১৯ সালের ১০ ডিসেম্বর আসামি মারুফ খান তাঁর স্ত্রী রিমা বেগমের ছোট ভাই ৪ বছরের শিশু হাসিব হাওলাদারকে তাদের বাড়ির উঠানে খেলাধুলা করার সময় খাবার খাওয়ানোর কথা বলে সেখান থেকে নিয়ে যায়।
কিছুক্ষণ পর মারুফ খান একা ওই বাড়িতে ফিরে এলে পরিবারের লোকজনের জিজ্ঞেসাবাদে মারুফ খান শিশুটিকে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেন। এ ঘটনা পুলিশকে জানানো হলে পুলিশ আসামি মারুফ খানকে হেফাজতে নেয়। এরপর জিজ্ঞাসাবাদে মারুফ খান শিশু হাসিবকে হত্যা করে লাশ গুমের কথা স্বীকার করে। পরে মারুফের দেওয়া তথ্যমতে, পুলিশ বসতবাড়ির পাশের বাগানের নর্দমার মধ্য থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
এ ঘটনার এক দিন পর ২০১৯ সালের ১২ ডিসেম্বর নিহত হাসিবের বড় ভাই মো. নাসির হাওলাদার বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) সরদার ফারুক হোসেন বলেন, আদালত আসামি মো. মারুফ খানকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দেন।
ছাত্র-জনতার আন্দোলনে নিহত ব্যক্তিদের কবর সংরক্ষণ ও গণভবনকে জাদুঘর করার বিষয়ে আদিলুর রহমান বলেন, ‘আমরা শহীদ পরিবারের সঙ্গে বসব, তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেব। ইতিমধ্যে সারা দেশে কবরগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গণভবনকে জাদুঘর বানানোর কাজ চলছে। সেখানে ফ্যাসিবাদের পতন এবং গত ১৫ বছরের ঘটন
২ মিনিট আগেঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে একটি হত্যা মামলার সাক্ষ্য দিয়ে ফেরার পথে সাক্ষী আব্দুল মান্নান চুন্নু মৃধা (৫৫) হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ দুপুরে আদালত চত্বরেই মামলার আসামিপক্ষ লাঠিসোঁটা দিয়ে তাঁকে বেদম মারধর করে বলে অভিযোগ করেছেন তিনি।
৫ মিনিট আগেসমাপনী অনুষ্ঠানে বলা হয়, গত ২৫ জুন থেকে শুরু হওয়া মাসব্যাপী বৃক্ষমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে। এতে মোট ১১২টি স্টল অংশ নেয়। এর মধ্যে সরকারি ৮টি, বেসরকারি ৮টি, সিঙ্গেল নার্সারি ৯২টি এবং ১৮টি ডাবল নার্সারি ছিল। বিক্রি হওয়া চারার মধ্যে ফলজ ছিল ৩ লাখ ৩৭ হাজার ৬৪০, বনজ ২ লাখ ৪৮ হাজার
৮ মিনিট আগেমানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নে ১২ ও ১৬ বছরের দুই শিশুকে মারধরের পর চুরি মামলা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ দুই শিশুকে ১৮ বছর দেখিয়ে আদালতে সোপর্দ করেছে। গ্রেপ্তারের সময় শিশুদের হাতে হাতকড়া পরিয়ে থানায় আনা হয়।
১১ মিনিট আগে