নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের বিরুদ্ধে ঘরে-বাইরে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের ফ্যাসিস্ট আখ্যা দেওয়ার প্রতিবাদে আজ সোমবার নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাবেক ও বর্তমান ছাত্ররা। এ সময় উপাচার্যের অপসারণ দাবি করেন তাঁরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভও করেছেন।
এদিকে উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকদের একাংশও। এ সময় উপাচার্যকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।
অপর দিকে গতকাল রোববার মধ্যরাতে ছাত্রসংগঠনের তিন শীর্ষ নেতার উপাচার্যের বাসভবনে গোপন বৈঠকের ঘটনা ফাঁস হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার বিশ্বাস বলেন, ‘উপাচার্য ড. সুচিতা শরমিন শিক্ষক-ছাত্রদের ফ্যাসিস্ট বলেছেন। অথচ ২০২৪ সালের ডামি নির্বাচন সমর্থন করে সুশীল সমাজ যে বিবৃতি দিয়েছে, তাতে ১০৮ নম্বর স্বাক্ষরকারী ড. সুচিতা। তিনি শিক্ষকদের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন। অথচ বিগত পাঁচ মাসেও একটি সিন্ডিকেট সভা করতে পারেননি। তিনি ছাত্রের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা এই অভিযোগ অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি এবং উপাচার্যকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানাই।’
একই সময়ে আন্দোলনকারীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন। বিক্ষোভ শেষে শিক্ষার্থীদের মধ্যে মোকাব্বেল শেখ তাঁর বক্তব্যে বলেন, দ্রুত সময়ের মধ্যে মামলা প্রত্যাহার করতে হবে। নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং অবকাঠামো উন্নয়নসহ মোট ৩১ দফা দাবির লিখিত প্রতিশ্রুতি দিতে হবে।
এর আগে বেলা ১১টার দিকে বরিশাল নগরের অশ্বিনীকুমার হলের সামনে ছাত্রদলের সাবেক এবং বর্তমান নেতারা উপাচার্যের অপসারণ চেয়ে মানববন্ধন করেছেন।
মানববন্ধনে উপস্থিত সাবেক ছাত্রনেতা ও নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, উপাচার্য হাজার হাজার ছাত্রছাত্রীকে ফ্যাসিস্ট বলে মহা অন্যায় করেছেন। অথচ তিনি বড় ফ্যাসিস্ট। ছাত্রদের বিরুদ্ধে মামলা দিয়ে স্বৈরাচারের পরিচয় দিয়েছেন তিনি। তাঁকে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাড়তে হবে। তাঁকে যারা আশ্রয়-প্রশ্রয় দেয়, তাঁদেরও ছাড় দেওয়া হবে না।
উপাচার্যের সঙ্গে ৩ ছাত্রনেতার গোপন বৈঠক
আন্দোলন চলাকালীন রোববার গভীর রাতে ৩ ছাত্রনেতা উপাচার্য ড. সুচিতার বাসভবনে বৈঠক করেছেন বলে জানা গেছে। ওই তিন ছাত্রনেতা হলেন ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ, শিবিরের সভাপতি আমিনুল ইসলাম ও ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু। উপাচার্যের বাসভবন থেকে তাঁদের বেরিয়ে আসার একটি ভিডিও গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ওই তিন ছাত্রনেতা আজ এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, ছাত্রদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য উপাচার্যের বাংলোতে গিয়েছিলেন তাঁরা।
এসব বিষয়ে জানতে ববি উপাচার্য ড. সুচিতা শরমিনকে ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের বিরুদ্ধে ঘরে-বাইরে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের ফ্যাসিস্ট আখ্যা দেওয়ার প্রতিবাদে আজ সোমবার নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাবেক ও বর্তমান ছাত্ররা। এ সময় উপাচার্যের অপসারণ দাবি করেন তাঁরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভও করেছেন।
এদিকে উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকদের একাংশও। এ সময় উপাচার্যকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।
অপর দিকে গতকাল রোববার মধ্যরাতে ছাত্রসংগঠনের তিন শীর্ষ নেতার উপাচার্যের বাসভবনে গোপন বৈঠকের ঘটনা ফাঁস হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার বিশ্বাস বলেন, ‘উপাচার্য ড. সুচিতা শরমিন শিক্ষক-ছাত্রদের ফ্যাসিস্ট বলেছেন। অথচ ২০২৪ সালের ডামি নির্বাচন সমর্থন করে সুশীল সমাজ যে বিবৃতি দিয়েছে, তাতে ১০৮ নম্বর স্বাক্ষরকারী ড. সুচিতা। তিনি শিক্ষকদের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন। অথচ বিগত পাঁচ মাসেও একটি সিন্ডিকেট সভা করতে পারেননি। তিনি ছাত্রের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা এই অভিযোগ অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি এবং উপাচার্যকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানাই।’
একই সময়ে আন্দোলনকারীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন। বিক্ষোভ শেষে শিক্ষার্থীদের মধ্যে মোকাব্বেল শেখ তাঁর বক্তব্যে বলেন, দ্রুত সময়ের মধ্যে মামলা প্রত্যাহার করতে হবে। নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং অবকাঠামো উন্নয়নসহ মোট ৩১ দফা দাবির লিখিত প্রতিশ্রুতি দিতে হবে।
এর আগে বেলা ১১টার দিকে বরিশাল নগরের অশ্বিনীকুমার হলের সামনে ছাত্রদলের সাবেক এবং বর্তমান নেতারা উপাচার্যের অপসারণ চেয়ে মানববন্ধন করেছেন।
মানববন্ধনে উপস্থিত সাবেক ছাত্রনেতা ও নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, উপাচার্য হাজার হাজার ছাত্রছাত্রীকে ফ্যাসিস্ট বলে মহা অন্যায় করেছেন। অথচ তিনি বড় ফ্যাসিস্ট। ছাত্রদের বিরুদ্ধে মামলা দিয়ে স্বৈরাচারের পরিচয় দিয়েছেন তিনি। তাঁকে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাড়তে হবে। তাঁকে যারা আশ্রয়-প্রশ্রয় দেয়, তাঁদেরও ছাড় দেওয়া হবে না।
উপাচার্যের সঙ্গে ৩ ছাত্রনেতার গোপন বৈঠক
আন্দোলন চলাকালীন রোববার গভীর রাতে ৩ ছাত্রনেতা উপাচার্য ড. সুচিতার বাসভবনে বৈঠক করেছেন বলে জানা গেছে। ওই তিন ছাত্রনেতা হলেন ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ, শিবিরের সভাপতি আমিনুল ইসলাম ও ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু। উপাচার্যের বাসভবন থেকে তাঁদের বেরিয়ে আসার একটি ভিডিও গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ওই তিন ছাত্রনেতা আজ এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, ছাত্রদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য উপাচার্যের বাংলোতে গিয়েছিলেন তাঁরা।
এসব বিষয়ে জানতে ববি উপাচার্য ড. সুচিতা শরমিনকে ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৭ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৭ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৭ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৭ ঘণ্টা আগে