নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের বিরুদ্ধে ঘরে-বাইরে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের ফ্যাসিস্ট আখ্যা দেওয়ার প্রতিবাদে আজ সোমবার নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাবেক ও বর্তমান ছাত্ররা। এ সময় উপাচার্যের অপসারণ দাবি করেন তাঁরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভও করেছেন।
এদিকে উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকদের একাংশও। এ সময় উপাচার্যকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।
অপর দিকে গতকাল রোববার মধ্যরাতে ছাত্রসংগঠনের তিন শীর্ষ নেতার উপাচার্যের বাসভবনে গোপন বৈঠকের ঘটনা ফাঁস হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার বিশ্বাস বলেন, ‘উপাচার্য ড. সুচিতা শরমিন শিক্ষক-ছাত্রদের ফ্যাসিস্ট বলেছেন। অথচ ২০২৪ সালের ডামি নির্বাচন সমর্থন করে সুশীল সমাজ যে বিবৃতি দিয়েছে, তাতে ১০৮ নম্বর স্বাক্ষরকারী ড. সুচিতা। তিনি শিক্ষকদের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন। অথচ বিগত পাঁচ মাসেও একটি সিন্ডিকেট সভা করতে পারেননি। তিনি ছাত্রের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা এই অভিযোগ অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি এবং উপাচার্যকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানাই।’
একই সময়ে আন্দোলনকারীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন। বিক্ষোভ শেষে শিক্ষার্থীদের মধ্যে মোকাব্বেল শেখ তাঁর বক্তব্যে বলেন, দ্রুত সময়ের মধ্যে মামলা প্রত্যাহার করতে হবে। নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং অবকাঠামো উন্নয়নসহ মোট ৩১ দফা দাবির লিখিত প্রতিশ্রুতি দিতে হবে।
এর আগে বেলা ১১টার দিকে বরিশাল নগরের অশ্বিনীকুমার হলের সামনে ছাত্রদলের সাবেক এবং বর্তমান নেতারা উপাচার্যের অপসারণ চেয়ে মানববন্ধন করেছেন।
মানববন্ধনে উপস্থিত সাবেক ছাত্রনেতা ও নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, উপাচার্য হাজার হাজার ছাত্রছাত্রীকে ফ্যাসিস্ট বলে মহা অন্যায় করেছেন। অথচ তিনি বড় ফ্যাসিস্ট। ছাত্রদের বিরুদ্ধে মামলা দিয়ে স্বৈরাচারের পরিচয় দিয়েছেন তিনি। তাঁকে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাড়তে হবে। তাঁকে যারা আশ্রয়-প্রশ্রয় দেয়, তাঁদেরও ছাড় দেওয়া হবে না।
উপাচার্যের সঙ্গে ৩ ছাত্রনেতার গোপন বৈঠক
আন্দোলন চলাকালীন রোববার গভীর রাতে ৩ ছাত্রনেতা উপাচার্য ড. সুচিতার বাসভবনে বৈঠক করেছেন বলে জানা গেছে। ওই তিন ছাত্রনেতা হলেন ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ, শিবিরের সভাপতি আমিনুল ইসলাম ও ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু। উপাচার্যের বাসভবন থেকে তাঁদের বেরিয়ে আসার একটি ভিডিও গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ওই তিন ছাত্রনেতা আজ এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, ছাত্রদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য উপাচার্যের বাংলোতে গিয়েছিলেন তাঁরা।
এসব বিষয়ে জানতে ববি উপাচার্য ড. সুচিতা শরমিনকে ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের বিরুদ্ধে ঘরে-বাইরে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের ফ্যাসিস্ট আখ্যা দেওয়ার প্রতিবাদে আজ সোমবার নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাবেক ও বর্তমান ছাত্ররা। এ সময় উপাচার্যের অপসারণ দাবি করেন তাঁরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভও করেছেন।
এদিকে উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকদের একাংশও। এ সময় উপাচার্যকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।
অপর দিকে গতকাল রোববার মধ্যরাতে ছাত্রসংগঠনের তিন শীর্ষ নেতার উপাচার্যের বাসভবনে গোপন বৈঠকের ঘটনা ফাঁস হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার বিশ্বাস বলেন, ‘উপাচার্য ড. সুচিতা শরমিন শিক্ষক-ছাত্রদের ফ্যাসিস্ট বলেছেন। অথচ ২০২৪ সালের ডামি নির্বাচন সমর্থন করে সুশীল সমাজ যে বিবৃতি দিয়েছে, তাতে ১০৮ নম্বর স্বাক্ষরকারী ড. সুচিতা। তিনি শিক্ষকদের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন। অথচ বিগত পাঁচ মাসেও একটি সিন্ডিকেট সভা করতে পারেননি। তিনি ছাত্রের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা এই অভিযোগ অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি এবং উপাচার্যকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানাই।’
একই সময়ে আন্দোলনকারীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন। বিক্ষোভ শেষে শিক্ষার্থীদের মধ্যে মোকাব্বেল শেখ তাঁর বক্তব্যে বলেন, দ্রুত সময়ের মধ্যে মামলা প্রত্যাহার করতে হবে। নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং অবকাঠামো উন্নয়নসহ মোট ৩১ দফা দাবির লিখিত প্রতিশ্রুতি দিতে হবে।
এর আগে বেলা ১১টার দিকে বরিশাল নগরের অশ্বিনীকুমার হলের সামনে ছাত্রদলের সাবেক এবং বর্তমান নেতারা উপাচার্যের অপসারণ চেয়ে মানববন্ধন করেছেন।
মানববন্ধনে উপস্থিত সাবেক ছাত্রনেতা ও নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, উপাচার্য হাজার হাজার ছাত্রছাত্রীকে ফ্যাসিস্ট বলে মহা অন্যায় করেছেন। অথচ তিনি বড় ফ্যাসিস্ট। ছাত্রদের বিরুদ্ধে মামলা দিয়ে স্বৈরাচারের পরিচয় দিয়েছেন তিনি। তাঁকে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাড়তে হবে। তাঁকে যারা আশ্রয়-প্রশ্রয় দেয়, তাঁদেরও ছাড় দেওয়া হবে না।
উপাচার্যের সঙ্গে ৩ ছাত্রনেতার গোপন বৈঠক
আন্দোলন চলাকালীন রোববার গভীর রাতে ৩ ছাত্রনেতা উপাচার্য ড. সুচিতার বাসভবনে বৈঠক করেছেন বলে জানা গেছে। ওই তিন ছাত্রনেতা হলেন ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ, শিবিরের সভাপতি আমিনুল ইসলাম ও ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু। উপাচার্যের বাসভবন থেকে তাঁদের বেরিয়ে আসার একটি ভিডিও গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ওই তিন ছাত্রনেতা আজ এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, ছাত্রদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য উপাচার্যের বাংলোতে গিয়েছিলেন তাঁরা।
এসব বিষয়ে জানতে ববি উপাচার্য ড. সুচিতা শরমিনকে ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি।
রাজধানীর উত্তরখানের মৈনারটেক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৪ মিনিট আগেকক্সবাজারের কুতুবদিয়ায় বিদেশি জাহাজে চুরির প্রস্তুতির অভিযোগে আটক ১৭ জনকে জেলে বলে দাবি করেছেন তাঁদের সহকর্মীরা। তাঁরা এ আটকের প্রতিবাদে মানববন্ধন করেছেন। আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করে অমজাখালী বোট মালিক সমিতি ও মাঝিমাল্লা সমিতি।
১ ঘণ্টা আগেবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী আকাশকে (২৪) তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার আবু সাঈদ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রংপুর মেট্রোপলিটন আমলি আদালতে নেওয়া হয়। এ সময় পুলিশ চার দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে আদালতের বিচারক
১ ঘণ্টা আগেবরিশালের মুলাদীতে মেয়েকে উত্ত্যক্ত করার বিচার চাইতে গিয়ে বখাটেদের হামলার শিকার হয়েছেন এক বাবা। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের গলইভাঙ্গা বাজার এলাকায় তাঁকে পিটিয়ে মারাত্মক আহত করে বখাটেরা।
১ ঘণ্টা আগে