Ajker Patrika

ঝালকাঠিতে বাস দুর্ঘটনা: চালকের ছিল না ভারী যানবাহন চালানোর লাইসেন্স

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১১: ৪৫
ঝালকাঠিতে বাস দুর্ঘটনা: চালকের ছিল না ভারী যানবাহন চালানোর লাইসেন্স

ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৭ যাত্রী নিহত হন, সেটার চালক মোহন খানের ভারী যানবাহন চালানোর লাইসেন্স ছিল না। ঝালকাঠি বিআরটিএর পরিদর্শক অনিমেষ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন। 

অনিমেষ মণ্ডল বলেন, চালক মোহন খানের ভারী যানবাহন চালানোর অনুমতি ছিল না। ২০২০ সালে হালকা যানবাহন চালানোর লাইসেন্স নেন। 

ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান জানান, ‘বাসটির চালক মোহন সমিতির সদস্য না হলেও মালিক তাঁকে দিয়ে গাড়ি চালাতেন। সদস্যদের মধ্যে চালকের স্বল্পতা থাকায় জোর করে কিছু বলা যায়নি। তবে তাঁকে দিয়ে গাড়ি না চালানোর জন্য বাসটির মালিক আবুল কালাম আকন ভাইকে একাধিকবার নিষেধ করেছি। তিনি না শোনায় আমি মালিক সমিতিতে ছয় মাস আগে লিখিত অভিযোগ করেছি। মোহন একই বাসের সুপারভাইজার ছিলেন। মালিক সেই মায়ায় পড়ে তাঁকে চালকের চাকরি দেন।’ 

বাসটির মালিক ও জেলা বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আকন অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। 

বিআরটিএ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২১ ডিসেম্বর পর্যন্ত দুর্ঘটনাকবলিত বাসটির রুট পারমিট রয়েছে, ২০২৪ সালের ৯ মে পর্যন্ত ট্যাক্স টোকেন পরিশোধ করা হয়েছে। ২০১১ সালে তৈরি করা বাসটির ফিটনেস আছে ২০২৪ সালের ৩ জানুয়ারি পর্যন্ত। 

ঝালকাঠি বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ বলেন, মালিক সমিতির কোনো গাড়ি এই প্রথম এত বড় দুর্ঘটনায় পড়ল। এ জন্য নিজস্ব ব্যবস্থাপনায় ছয় সদস্যের কমিটি তদন্ত করে গাফিলতি চিহ্নিত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

বিআরটিএ ঝালকাঠি-পিরোজপুর জোনের সহকারী পরিচালক ও জেলা প্রশাসনের তদন্ত কমিটির সদস্য মাহাবুবুর রহমান জানিয়েছেন, তাঁরা তদন্তকাজ শুরু করেছেন। রোববার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। বাসের আহত যাত্রী ছাড়াও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হয়েছে। তিনি জানান, চালক মোহনের নামে ২০২০ সালে বরিশাল থেকে হালকা মোটরযান চালানোর লাইসেন্স ইস্যু করা। এটি প্রাথমিক ড্রাইভিং লাইসেন্স। তিন বছর পরে তিনি ভারী যান চালানোর অনুমতি পেতেন।

এদিকে উদ্ধার হওয়া বাসটি বর্তমানে ঝালকাঠি পাম্পের মোড়ে রয়েছে। 

উল্লেখ্য, ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা বরিশালগামী বাশার স্মৃতি পরিবহন নামক যাত্রীবাহী বাসটি শনিবার সকালে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর পুকুরে পড়ে। এ সময় ১৭ যাত্রী নিহত এবং ৩৫ জনেরও বেশি যাত্রী আহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত