Ajker Patrika

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পাথরঘাটায় বৃষ্টি, প্রস্তুত ১৫৬ আশ্রয়কেন্দ্র

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পাথরঘাটায় বৃষ্টি, প্রস্তুত ১৫৬ আশ্রয়কেন্দ্র

বরগুনার পাথরঘাটার উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সন্ধ্যা সোয়া সাতটা থেকে বৃষ্টি শুরু হয়েছে। এর আগে বিকেল চারটায় পর থেকে দমকা হাওয়া বয়েছে উপকূলীয় এলাকায় এবং আকাশ মেঘাচ্ছন্ন ছিল।

ইতিমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় বরগুনার পাথরঘাটা উপকূলীয় অঞ্চলে ১৫৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

আজ শনিবার উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এসব তথ্য জানানো হয়। 

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাঁন মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, ঘূর্ণিঝড়ের প্রস্তুতি হিসেবে উপকূলীয় পাথরঘাটা উপজেলায় ১৫৬টি আশ্রয়কেন্দ্র ও ১ হাজার ৩০০ স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া প্রত্যেক উপজেলার সব কর্মকর্তাদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সংকেত বাড়ার সঙ্গে সঙ্গে লোকজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত