Ajker Patrika

মুগডালের ফলন ভালো না হলেও দামে খুশি কৃষক 

আমতলী (বরগুনা) প্রতিনিধি
Thumbnail image

অনাবৃষ্টির কারণে এ বছর বরগুনার আমতলী উপজেলায় মুগডালের ফলন ভালো হয়নি। বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় থাকলেও বাজারে মুগডালের দাম ভালো থাকায় খুশি কৃষকেরা। মুগডাল বিক্রি করে লাভের আশা করছেন তাঁরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর আমতলীর ৮ হাজার ৩০০ হেক্টর জমিতে মুগডাল চাষ হয়েছে। কিন্তু অনাবৃষ্টির কারণে মুগডালের তেমন ভালো ফলন হয়নি। 

ফলন ভালো না হওয়ায় লাভ তো দূরের কথা লোকসান কীভাবে কাটানো যায় তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন এলাকার কৃষকেরা। তবে কৃষকদের আশা দেখাচ্ছে মৌসুমের শুরুতে বাজারে মুগডালের ভালো দাম। আজ রোববার আমতলী উপজেলার শাখারিয়া বাজার ও আমতলী বাঁধঘাট এলাকা ঘুরে দেখা যায়, কৃষকদের কাছ থেকে ফরিয়ারা ১ মণ মুগডাল তিন হাজার ৮ শ টাকা এবং সাড়ে ছেচল্লিশ কেজি মুগডাল কিনছেন ৪ হাজার ৫০০ টাকায়। 

উপজেলার চাওড়া কাউনিয়া গ্রামের কৃষক আব্দুল রাজ্জাক মোল্লা, আউয়াল সিকদার, মোহাম্মদ হাওলাদার, জিয়া উদ্দিন জুয়েলসহ আরও কয়েক জন কৃষকের সঙ্গে আলাপ হেল জানান, বৃষ্টি না হওয়ায় ফলন তেমন হয়নি। তবে বাজারে দাম ভালো থাকায় তাঁরা মনে করছেন না লোকসান গুনতে হবে না। 

আমতলীর বাজারে মুগডালের দাম ভালো হওয়ায় খুশি কৃষক। ছবি: আজকের পত্রিকাচন্দ্র পাতাকাটা গ্রামের দুলাল মোল্লা বলেন, মুগডাল ভালো হয়নি। তবে বাজারে দাম বেশি। তাতে যদি লোকসান কাটায়ে ওঠা যায়। 

আমতলী বাজারের ব্যবসায়ী জাকির হোসেন বলেন, বাজারে মুগডালের দাম অনেক। কৃষকেরা এতে ভালোই লাভবান হবে। 

এ বিষয়ে আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা ঈশা ইকবাল বলেন, এ বছর বৃষ্টি না হওয়ায় মুগডালের ফলন খারাপ। কিন্তু, বাজারে দাম ভালো থাকায় কৃষকদের লোকসান গুনতে হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত