Ajker Patrika

কুয়াকাটায় পাওয়া গেছে এক কেজি ওজনের নীল মান্না কাঁকড়া

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কুয়াকাটায় পাওয়া গেছে এক কেজি ওজনের নীল মান্না কাঁকড়া

কুয়াকাটা সমুদ্র সৈকতের ফ্রাই মার্কেটে দেখা মিলেছে ১ কেজি ওজনের সামুদ্রিক নীল মান্না কাঁকড়া। গতকাল মঙ্গলবার রাতে 'মার্কেটের বেল্লাল ফ্রাই' নামে একটি দোকানে কাঁকড়াটি দেখা যায়। 

ফ্রাই মার্কেটের ব্যবসায়ী মো. বেল্লাল আজকের পত্রিকাকে বলেন, কাঁকড়াটি গভীর সমুদ্র থেকে আসা একজন জেলের কাছ থেকে ৮০০ টাকায় কিনেছি। এর ওজন ১ কেজি। পর্যটকদের পছন্দ হলে ফ্রাই করে দেওয়া হবে। 

ব্যবসায়ী আরও বলেন, নীল মান্না কাঁকড়া শীত মৌসুমে বছরে দু'একটি পাওয়া যায়। এগুলো খেতে অনেক সুস্বাদু।  

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা আজকের পত্রিকাকে বলেন, ওই কাঁকড়াটি নীল মান্না কাঁকড়া ছাড়াও পোর্টুনাস পেলাজিকাস ফুল কাঁকড়া, নীল কাঁকড়া, নীল সাঁতারু কাঁকড়া ও বালি কাঁকড়া নামেও পরিচিত। তবে এক এক এলাকার মানুষ এক একনামে চেনে। এটি কক্সবাজারসহ আশপাশের অঞ্চলে দেখা মিললেও এদিকে তেমন দেখা মিলে না। তবে বর্তমানে শীত মৌসুম হওয়ায় দু-একটা আসার সম্ভাবনা রয়েছে। এগুলোর ওজন দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

নেছারাবাদের সেই প্রধান শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত